পুলিশের বাধা উপেক্ষা ববি শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের কঠোর অবস্থানে সরে যেত বাধ্য হয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পুলিশের বাধা উপেক্ষা করে ববি শিক্ষার্থীরা মহাসড়ক দখল করে নেন। এ সময় ‘ক্যাম্পাসে পুলিশ কেন প্রশাসনের জবাব চাই’ এমন স্লোগানে প্রকম্পিত করে আন্দোলনকারীরা। 

জানা গেছে, বিকেল ৩টার পরে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে একযোগে কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়কে উঠে পড়ে। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলেও তা ডিঙিয়ে সামনে চলে যায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ দ্রুত সরে গেলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান ধেয়। এ সময় ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসনের জবাব চাই’—এমন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এদিকে পুলিশ এবং ছাত্রলীগ আতঙ্কে মহাসড়কের আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে কিছু সংখ্যক ছাত্রকে অবস্থান নিতে দেখা যায়। 

পরে মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা রক্ত দেব, তবুও মহাসড়ক ছাড়ব না। আমাদের দাবি মেনে না নিলে মহাসড়ক ছাড়ব না।’ 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আলী আশরাফ ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ‘মহাসড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের ৫ জেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত