আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেনারেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে চলাচলকারী রাস্তার পাশের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া শিশুটিকে উদ্ধার করেন।
হারুন মিয়া বলেন, ‘ডাস্টবিনে ময়লা পরিষ্কার করতে ছিলাম। তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখি, পলিথিনে মোড়ানো এক শিশু জীবিত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনের বাইরে পলিথিনে মোড়ানো এক নবজাতক দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটি ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে একনজর দেখতে ভিড় জমায়।’
ডা. তাসকিয়া সিদ্দিকী আরও বলেন, শিশুটির বয়স দুই দিন হতে পারে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ পলিথিনে মোড়ানো একটি নবজাতক উদ্ধার করেছে মর্মে আমাকে অবহিত করেছে। খোঁজখবর নিয়ে দেখেছি, কন্যা শিশুটি সুস্থ আছে।’
এ বিষয়ে জানতে চাইলে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে শিশু কল্যাণ বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে চলাচলকারী রাস্তার পাশের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া শিশুটিকে উদ্ধার করেন।
হারুন মিয়া বলেন, ‘ডাস্টবিনে ময়লা পরিষ্কার করতে ছিলাম। তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখি, পলিথিনে মোড়ানো এক শিশু জীবিত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনের বাইরে পলিথিনে মোড়ানো এক নবজাতক দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটি ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে একনজর দেখতে ভিড় জমায়।’
ডা. তাসকিয়া সিদ্দিকী আরও বলেন, শিশুটির বয়স দুই দিন হতে পারে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ পলিথিনে মোড়ানো একটি নবজাতক উদ্ধার করেছে মর্মে আমাকে অবহিত করেছে। খোঁজখবর নিয়ে দেখেছি, কন্যা শিশুটি সুস্থ আছে।’
এ বিষয়ে জানতে চাইলে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে শিশু কল্যাণ বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে আবদুস শহীদকে আদালতে হাজির করে পুলিশ।
৭ মিনিট আগেসাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক নারী। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার গোলাম মোস্তফার স্ত্রী ইসরাত জাহান (৪০) শেরপুর থানায় এ লিখিত অভিযোগ করেন।
৮ মিনিট আগেনিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে ১৭ দিন অভিযান চালিয়ে ৫১৭ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ লাখ এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
১১ মিনিট আগেরাজধানীর উত্তরা থেকে আটকের সময় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটির বেশি টাকা ও প্রায় ৮৫ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২০ মিনিট আগে