Ajker Patrika

তালতলীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মিলল মরদেহ 

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৩: ৫৫
তালতলীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মিলল মরদেহ 

বরগুনার তালতলীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে বুদাই রাখাইনের (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বুদাই রাখাইন তালতলীর নমিশেপাড়ার বাসিন্দা নোচামাং রাখাইনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান বুদাই রাখাইন। এরপর আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হলে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল ৭টার দিকে স্থানীয় ১০-১২ জন মিলে ওই খালে বুদাই রাখাইনকে খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর খাল থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

উদ্ধারকারীরা বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে কাঁকড়ার কামড়ের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত