উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুরে হারতা নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে টাকা ছাড়া মিলছে না সনদপত্র, মার্কশিট ও প্রত্যয়নপত্র বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যয়নপত্র দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না দিলে প্রত্যয়নপত্র দিচ্ছে না বিদ্যালয়পর কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল বিশ্বাসের নির্দেশে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা না দিলে প্রত্যয়নপত্র দিচ্ছে না বিদ্যালয়পর কর্তৃপক্ষ। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা খলিল তালুকদারের ছেলে সাকিব তালুকদার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যালয়ে প্রত্যয়নপত্র আনতে যায়। তখন ৫০০ টাকা দাবি করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় ২০০ টাকা দিলেও তা নেয়নি। পরে ৪-৫ দিন ঘুরেও মেলেনি প্রত্যয়নপত্র।
সাকিব তালুকদার জানান, প্রধান শিক্ষক দুলাল স্যারের কাছে গিয়ে ৫০০ টাকা দিতে পারব না বললে সাফ জানিয়ে দেয় টাকা না দিলে প্রত্যয়নপত্র ও মার্কশিট দেওয়া হবে না। গত বৃহস্পতিবার আমার বাবা খলিল তালুকদার কোনো উপায়ন্তর না পেয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে টাকা চাওয়ার কারণ এবং এর যৌক্তিকতা কতটুকু তা জানতে চান। ওই সময় প্রধান শিক্ষক খারাপ ব্যবহার করলে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
এ বিষয়ে খলিল তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা করা হয়। তবে আজকে প্রত্যয়নপত্র না পেলে আমার ছেলে কলেজে ভর্তি হতে পারতো না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানান, গত বছর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন প্রধান শিক্ষক। কিন্তু অনুষ্ঠান না হলেও শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল বিশ্বাস বলেন, বিদ্যালয়ের খরচ ও করোনার মধ্যে তেমন আয়-উপার্জন না হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওপেন সমাদ্দার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অজুহাতে টাকা নেওয়া আইন সম্মত নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি. এম জাহিদুল ইসলাম বলেন, কোনোক্রমেই শিক্ষার্থীদের কাছ থেকে সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, মার্কশিটসহ কোনো অজুহাতে টাকা নেওয়ার বিধান নেই। অভিযোগের সত্যতা মিললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের উজিরপুরে হারতা নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে টাকা ছাড়া মিলছে না সনদপত্র, মার্কশিট ও প্রত্যয়নপত্র বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যয়নপত্র দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না দিলে প্রত্যয়নপত্র দিচ্ছে না বিদ্যালয়পর কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল বিশ্বাসের নির্দেশে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা না দিলে প্রত্যয়নপত্র দিচ্ছে না বিদ্যালয়পর কর্তৃপক্ষ। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা খলিল তালুকদারের ছেলে সাকিব তালুকদার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যালয়ে প্রত্যয়নপত্র আনতে যায়। তখন ৫০০ টাকা দাবি করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় ২০০ টাকা দিলেও তা নেয়নি। পরে ৪-৫ দিন ঘুরেও মেলেনি প্রত্যয়নপত্র।
সাকিব তালুকদার জানান, প্রধান শিক্ষক দুলাল স্যারের কাছে গিয়ে ৫০০ টাকা দিতে পারব না বললে সাফ জানিয়ে দেয় টাকা না দিলে প্রত্যয়নপত্র ও মার্কশিট দেওয়া হবে না। গত বৃহস্পতিবার আমার বাবা খলিল তালুকদার কোনো উপায়ন্তর না পেয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে টাকা চাওয়ার কারণ এবং এর যৌক্তিকতা কতটুকু তা জানতে চান। ওই সময় প্রধান শিক্ষক খারাপ ব্যবহার করলে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
এ বিষয়ে খলিল তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা করা হয়। তবে আজকে প্রত্যয়নপত্র না পেলে আমার ছেলে কলেজে ভর্তি হতে পারতো না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানান, গত বছর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন প্রধান শিক্ষক। কিন্তু অনুষ্ঠান না হলেও শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল বিশ্বাস বলেন, বিদ্যালয়ের খরচ ও করোনার মধ্যে তেমন আয়-উপার্জন না হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওপেন সমাদ্দার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অজুহাতে টাকা নেওয়া আইন সম্মত নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি. এম জাহিদুল ইসলাম বলেন, কোনোক্রমেই শিক্ষার্থীদের কাছ থেকে সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, মার্কশিটসহ কোনো অজুহাতে টাকা নেওয়ার বিধান নেই। অভিযোগের সত্যতা মিললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে