Ajker Patrika

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৫৫
কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন নেতারাই। মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত না করেই গঠন করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি। এ অবস্থায় গতকাল শনিবার বরিশাল প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সংগঠনটির। সেই সভার প্রধান অতিথি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর কাছে নেতারা সংশয়ের কথা তুলে ধরেন। তবে তিনি নগর বিএনপির আহ্বায়ক কমিটিকে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে বলেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি বিএনপির বরিশাল বিভাগীয় ৭ সাংগঠনিক জেলার (৬ জেলা ও ১ মহানগর) সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় নেতা আবদুল আউয়াল মিন্টু এ কমিটি অনুমোদন করেন। নগর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রনেতা হাসান মামুনকে। এরপরই নেতাদের মধ্যে সংশয় দানা বাঁধতে থাকে। তাঁরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। এর মধ্যে গতকালের সভায় নেতারা আবদুল আউয়াল মিন্টুকে বিষয়টি খোলাসা করতে বলেন।

নগর বিএনপির সভায় বিএনপির নেতারা অভিযোগ করেন, দলের মধ্যে ঐক্য নেই। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে সম্মেলন প্রস্তুতি কমিটি করার পর আহ্বায়ক কমিটি আর আছে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দলের অনেকে মনে করছেন, সম্মেলন প্রস্তুতি কমিটি করে ক্ষমতা খর্ব করা হয়েছে নগর নেতাদের।

সভায় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু দলের টিম লিডার আবদুল আউয়াল মিন্টুর কাছে জানতে চান, মহানগর বিএনপির সমন্বয় কমিটি করার পর তাদের কমিটি আছে, নাকি বিলুপ্ত হয়েছে? একই প্রশ্ন করেন নগর বিএনপির সদস্য আরিফুর রহমান বাবু।

বিএনপি নেতা কামরুল হাসান রতন বলেন, নগর বিএনপির তিন নেতার মধ্যে ঐক্য নেই। এ প্রসঙ্গে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, তাঁরা দুই মাস কাজ করতে পারেননি। এখন এ কমিটি থাকবে কি না তার সিদ্ধান্ত আপনারা দেবেন।

সভার প্রধান অতিথি আবদুল আউয়াল মিন্টু ঐক্যবদ্ধভাবে নগর বিএনপির পুনর্গঠনের তাগিদ দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে নগর বিএনপির আহ্বায়ক কমিটি সাংগঠনিক কাজ চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত