সাংবাদিক সুলতান মাহমুদের মা আর নেই

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৫: ৩৯
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৫: ৫১

সাংবাদিক সুলতান মাহমুদের মা কহিনুর বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক করলে কহিনুর বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার আসর নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কহিনুর বেগমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আগামীকাল সোমবার দোয়া ও কুলখানির আয়োজন করা হয়েছে। 

সুলতান মাহমুদ হলেন কহিনুর বেগমের বড় ছেলে। তিনি আজকের পত্রিকায় সাব–এডিটর হিসেবে কর্মরত। তাঁর মায়ের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবার, বেতাগী প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। 

২০২১ সালের ২৩ জুলাই সুলতান মাহমুদের বাবা ইসকেন্দার আলী মাল ইন্তেকাল করেন। তিনি মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া এলাকার আব্দুল গফুর হাওলাদার চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের সভাপতি ও গাজী বাড়ি জামে মসজিদের সহসভাপতি ছিলেন। কহিনুর বেগমের ছোট ছেলে মো. মামুন সেনাবাহিনীতে কর্মরত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত