কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
মা ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এ কারণে বিক্রির শেষ দিন হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিটি ইলিশের বাজারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করেন ক্রেতারা। তবে বিক্রেতারা বাজারে ইলিশের পসরা সাজিয়ে বসলেও দাম অনেকটাই বেশি বলে দাবি ক্রেতাদের।
বৃহস্পতিবার রাত ১১টায় কলাপাড়া পৌর শহরের সদর রাস্তায় গিয়ে দেখা যায়, বিভিন্ন সাইজের ইলিশসহ অন্যান্য মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মাইকিং করে দাম হাঁকাচ্ছেন এবং ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তাঁরা। প্রতি দুই কেজি ওজনের ইলিশ ২২০০ টাকা দরে, দেড় কেজি ওজনের ১৬০০ টাকা দরে, ১ কেজি ওজনের ১২০০ টাকা দরে, ৮০০ গ্রামের ইলিশ ১ হাজার টাকা ও জাটকা ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৪০০ টাকা কেজি দরে। দাম বেশি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। তবে ইলিশের আহরণ কম থাকায় দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
ইলিশ কিনতে আসা সাব্বির আহমেদ বলেন, ভেবেছিলাম শেষ দিকে ইলিশের দাম কম থাকবে। কিন্তু এত দাম হাঁকাচ্ছে, যার ফলে আর কেনা হলো না।’
অপর ক্রেতা আনিসুল ইসলাম বলেন, ‘বড় ইলিশ কিনতে এসেছিলাম। ইলিশের তো দাম বেশি করে চাইছে। তাই অন্য কিছু সামুদ্রিক মাছ এবং ছোট সাইজের কিছু ইলিশ কিনেছি।’
এ বিষয়ে মাছ ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ‘সমুদ্রে মাছ কম আটকা পড়ায় ইলিশের দাম কিছুটা বেশি হলেও সেটা ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে।’
মা ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এ কারণে বিক্রির শেষ দিন হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিটি ইলিশের বাজারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করেন ক্রেতারা। তবে বিক্রেতারা বাজারে ইলিশের পসরা সাজিয়ে বসলেও দাম অনেকটাই বেশি বলে দাবি ক্রেতাদের।
বৃহস্পতিবার রাত ১১টায় কলাপাড়া পৌর শহরের সদর রাস্তায় গিয়ে দেখা যায়, বিভিন্ন সাইজের ইলিশসহ অন্যান্য মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মাইকিং করে দাম হাঁকাচ্ছেন এবং ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তাঁরা। প্রতি দুই কেজি ওজনের ইলিশ ২২০০ টাকা দরে, দেড় কেজি ওজনের ১৬০০ টাকা দরে, ১ কেজি ওজনের ১২০০ টাকা দরে, ৮০০ গ্রামের ইলিশ ১ হাজার টাকা ও জাটকা ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৪০০ টাকা কেজি দরে। দাম বেশি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। তবে ইলিশের আহরণ কম থাকায় দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
ইলিশ কিনতে আসা সাব্বির আহমেদ বলেন, ভেবেছিলাম শেষ দিকে ইলিশের দাম কম থাকবে। কিন্তু এত দাম হাঁকাচ্ছে, যার ফলে আর কেনা হলো না।’
অপর ক্রেতা আনিসুল ইসলাম বলেন, ‘বড় ইলিশ কিনতে এসেছিলাম। ইলিশের তো দাম বেশি করে চাইছে। তাই অন্য কিছু সামুদ্রিক মাছ এবং ছোট সাইজের কিছু ইলিশ কিনেছি।’
এ বিষয়ে মাছ ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ‘সমুদ্রে মাছ কম আটকা পড়ায় ইলিশের দাম কিছুটা বেশি হলেও সেটা ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৫ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে