বেতাগীতে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০: ০৮
মাহমুদ সিকদার মনির । ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় মাহমুদ সিকদার মনির নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবার) দুপুর ১টার দিকে উপজেলার ঝোপখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনির বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক।

এ নিয়ে এই মামলায় মোট ৩ জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা-পুলিশ।

বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌরশহরে একটি আনন্দ মিছিল বের করে।

এ সময় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমরান ও রেজাউল করিম নামে দুইজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আহত হয়।

এ ঘটনায় গত ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার বাদী হয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।

এই নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ইউপি সদস্য মাহমুদ সিকদার মনিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেতাগী থানায় সরকারি আবাসনের মালামাল চুরির মামলাও রয়েছে।

এর আগে গত শনিবার এই মামলায় মোকামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোকামিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন হোসেন হাওলাদার এবং মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে ইউপি সদস্য মাহমুদ সিকদার মনিরকে গ্রেপ্তার করা হয়। তাকে বিকেলে বরগুনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত