প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারে টেকনাফে ১টি লম্বা বন্দুক ও ৪টি এক নলা বন্দুকসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার ভোর সাড়ে ৬টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ের জুম্মাপাড়া থেকে ওই সব উদ্ধার করা হয়। তাঁরা টেকনাফের সক্রিয় ডাকাতদল ফরিদের আলম গ্রুপের সদস্য বলে দাবি করেছেন র্যাব ১৫।
আটককৃতরা হলেন, কামাল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও কালামিয়ার ছেলে মো. ঈসমাইল (২৫)। তাঁরা দুজনেই হ্নীলা ইউপি’র ৭ নং ওয়ার্ডের রঙ্গীখালীর জুম্মাপাড়ার বাসিন্দা।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি বলেন, টেকনাফের কুখ্যাত ডাকাত দল ফরিদুল আলম গ্রুপ। ওই গ্রুপটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় খুন অপহরণ অস্ত্র, মাদক কারবারে জড়িত। এরা শুধু ডাকাতি নিজেরা করে তা নয়। তাঁরা অন্যান্য ডাকাতদলের অস্ত্র ও গোলাবারুদের জোগানদাতা।
শেখ সাদি আরও বলেন, গোপন সংবাদে জুম্মাপাড়ায় ফরিদুল আলম গ্রুপ অবস্থান করছে খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযানে যায়। ওই সময়ে র্যাবের উপস্থিতি টের ৮ / ১০ জন পালিয়ে গেলেও দুজনকে অস্ত্রসহ আটক করা হয়।
র্যাব ১৫ এর মেজর মেহেদি হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা না থাকলেও অনেকগুলো অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া তাঁদের আত্মীয় ও স্বজন এবং তাঁদের ডাকাত দল ফরিদুল আলম গ্রুপের বিরুদ্ধে ১০ এর অধিক মামলা রয়েছে।
কক্সবাজারে টেকনাফে ১টি লম্বা বন্দুক ও ৪টি এক নলা বন্দুকসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার ভোর সাড়ে ৬টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ের জুম্মাপাড়া থেকে ওই সব উদ্ধার করা হয়। তাঁরা টেকনাফের সক্রিয় ডাকাতদল ফরিদের আলম গ্রুপের সদস্য বলে দাবি করেছেন র্যাব ১৫।
আটককৃতরা হলেন, কামাল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও কালামিয়ার ছেলে মো. ঈসমাইল (২৫)। তাঁরা দুজনেই হ্নীলা ইউপি’র ৭ নং ওয়ার্ডের রঙ্গীখালীর জুম্মাপাড়ার বাসিন্দা।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি বলেন, টেকনাফের কুখ্যাত ডাকাত দল ফরিদুল আলম গ্রুপ। ওই গ্রুপটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় খুন অপহরণ অস্ত্র, মাদক কারবারে জড়িত। এরা শুধু ডাকাতি নিজেরা করে তা নয়। তাঁরা অন্যান্য ডাকাতদলের অস্ত্র ও গোলাবারুদের জোগানদাতা।
শেখ সাদি আরও বলেন, গোপন সংবাদে জুম্মাপাড়ায় ফরিদুল আলম গ্রুপ অবস্থান করছে খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযানে যায়। ওই সময়ে র্যাবের উপস্থিতি টের ৮ / ১০ জন পালিয়ে গেলেও দুজনকে অস্ত্রসহ আটক করা হয়।
র্যাব ১৫ এর মেজর মেহেদি হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা না থাকলেও অনেকগুলো অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া তাঁদের আত্মীয় ও স্বজন এবং তাঁদের ডাকাত দল ফরিদুল আলম গ্রুপের বিরুদ্ধে ১০ এর অধিক মামলা রয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে কোনো মানসনদই নেয়নি রাজশাহীর পদ্মা বেকারি। তারপরও পদ্মা বেকারির বিস্কুট, পাউরুটি ও কেকের প্যাকেটে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের মানচিহ্ন। তাই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ মিনিট আগেরাজধানীর খিলগাঁওয়ে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক আব্দুস সালামকে (৪০) আটক করেছে পুলিশ।
১৬ মিনিট আগে২৯ বছর পর গাজীপুরে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
১৮ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ২০১৮ সালের বিস্ফোরক আইনে শ্রীমঙ্গল থানায় যুবদল নেতা আব্দুল আহাদের দায়ের করা মামলায় রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
২৭ মিনিট আগে