লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর শহরের ঝুমুর হোটেলে গরুর পরিবর্তে ‘ঘোড়ার মাংস’ বিক্রি করার অভিযোগে আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. তারেক আজিজের আদালতে এই মামলা দায়ের করেন আবদুল কাদের নামের এক ব্যক্তি।
পরে আদালত মামলাটি আমলে নিয়ে হোটেল মালিক মো. সবুজ, কর্মচারী রিয়াজ হোসেন ও চৌধুরী কসাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. আরাফাত হোসেন।
আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণা করে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রি করা হয়। মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
মামলার সূত্রে ও স্থানীয়রা বলছে, গত ১৭ মে দুপুরে ঝুমুর হোটেলে খেতে যান আবদুল কাদেরসহ অন্যরা। পরে গরুর মাংসের অর্ডার করেন। কিন্তু গরুর মাংস না দিয়ে ঘোড়ার মাংস পরিবেশন করা হয়। এতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হয়। এর আগেও এই হোটেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। প্রায় গরুর মাংসের পরিবর্তে ঘোড়াসহ ইন্ডিয়ান গরুর মাংস রান্না করে ভোক্তাদের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে।
মামলার বাদী আবদুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হোটেলে যখন খেতে যাই, তখন গরুর মাংসের অর্ডার দেই। আমি গরুর মাংস খেতে পছন্দ করি। তবে অন্যদিনের মতো গরুর মাংস মনে হয়নি বা স্বাদও তেমন লাগেনি। যখন অনেকে ঘোড়ার মাংস বলে বলাবলি করছে। খবর পেয়ে পুলিশ এসেছে। পরে কি হলেও তা আর জানি না।’
তিনি আরও বলেন, ‘ঘটনার দিন মাংস নিয়ে হোটেলে হইচই হয়। পুরো জেলায় ছিল এটি এক আলোচনার কেন্দ্র বিন্দু। একপর্যায়ে পুলিশ এসে হোটেল মালিকসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে কীভাবে তারা থানা থেকে বের হয়, সেটা বলতে পারছি না। তবে আমার সাথে প্রতারণা করা হয়েছে, বলে আমি মামলা করেছি। আমি এটার শেষ দেখব। যেন এইভাবে কেউ আর প্রতারণা করতে না পারে, সে জন্য আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।’
তবে হোটেলের মালিক সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ঘোড়ার মাংস বিক্রি করা হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রি করে প্রতারণা করে আসছে হোটেলের মালিকসহ অন্যরা। প্রতারণা করার অভিযোগ হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে, আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
লক্ষ্মীপুর শহরের ঝুমুর হোটেলে গরুর পরিবর্তে ‘ঘোড়ার মাংস’ বিক্রি করার অভিযোগে আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. তারেক আজিজের আদালতে এই মামলা দায়ের করেন আবদুল কাদের নামের এক ব্যক্তি।
পরে আদালত মামলাটি আমলে নিয়ে হোটেল মালিক মো. সবুজ, কর্মচারী রিয়াজ হোসেন ও চৌধুরী কসাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. আরাফাত হোসেন।
আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণা করে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রি করা হয়। মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
মামলার সূত্রে ও স্থানীয়রা বলছে, গত ১৭ মে দুপুরে ঝুমুর হোটেলে খেতে যান আবদুল কাদেরসহ অন্যরা। পরে গরুর মাংসের অর্ডার করেন। কিন্তু গরুর মাংস না দিয়ে ঘোড়ার মাংস পরিবেশন করা হয়। এতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হয়। এর আগেও এই হোটেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। প্রায় গরুর মাংসের পরিবর্তে ঘোড়াসহ ইন্ডিয়ান গরুর মাংস রান্না করে ভোক্তাদের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে।
মামলার বাদী আবদুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হোটেলে যখন খেতে যাই, তখন গরুর মাংসের অর্ডার দেই। আমি গরুর মাংস খেতে পছন্দ করি। তবে অন্যদিনের মতো গরুর মাংস মনে হয়নি বা স্বাদও তেমন লাগেনি। যখন অনেকে ঘোড়ার মাংস বলে বলাবলি করছে। খবর পেয়ে পুলিশ এসেছে। পরে কি হলেও তা আর জানি না।’
তিনি আরও বলেন, ‘ঘটনার দিন মাংস নিয়ে হোটেলে হইচই হয়। পুরো জেলায় ছিল এটি এক আলোচনার কেন্দ্র বিন্দু। একপর্যায়ে পুলিশ এসে হোটেল মালিকসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে কীভাবে তারা থানা থেকে বের হয়, সেটা বলতে পারছি না। তবে আমার সাথে প্রতারণা করা হয়েছে, বলে আমি মামলা করেছি। আমি এটার শেষ দেখব। যেন এইভাবে কেউ আর প্রতারণা করতে না পারে, সে জন্য আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।’
তবে হোটেলের মালিক সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ঘোড়ার মাংস বিক্রি করা হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রি করে প্রতারণা করে আসছে হোটেলের মালিকসহ অন্যরা। প্রতারণা করার অভিযোগ হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে, আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে