রায়পুরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৪: ৪০
আপডেট : ০৯ মে ২০২৩, ১৬: ০৭

প্রচণ্ড দাবদাহে লক্ষ্মীপুরের রায়পুরে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। উপজেলা হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের অধিকাংশই ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। 

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন। গত এক সপ্তাহে ১৫ জন ডায়রিয়া ও ২০ জন নিউমোনিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যারা চিকিৎসাধীন রয়েছে, তাদের অধিকাংশ শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইয়াসিন মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘দাবদাহের কারণে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে পাঁচজনের অধিক রোগী জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছে অনেকে।’ 

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘গরমের কারণে বাচ্চাদের শরীর ঘেমে ভিজে গিয়ে তাদের ঠান্ডা লেগে যায়। গরমের তীব্রতা বাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার হার বাড়ছে। গরম কমে গেলে এটিও কমে যাবে বলে আশা করছি। এ ছাড়া গরমে খাওয়া-দাওয়ায় সতর্কতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ডায়রিয়া হচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। গরম কমলে আশা করছি পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত