Ajker Patrika

চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে সামনে পুলিশ পিপার স্প্রে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে সামনে পুলিশ পিপার স্প্রে 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে নেতা কর্মীদের উদ্দেশে পিপার স্প্রে করেছে পুলিশ। এমন অভিযোগ করেছে চট্টগ্রাম নগর বিএনপি। আজ রোববার বিকেল ৫টার দিকে চট্টগ্রামে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে পিপার স্প্রে করা হয়। 

এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ অসুস্থ হয়ে পড়েন অনেকে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘অনুষ্ঠান শেষে বের হওয়ার পথেই কার্যালয়ের মুখে পিপার স্প্রে করে পুলিশ। এতে শ্বাসকষ্ট ও চামড়া, বুক জ্বালায় আমরা অসুস্থ হয়ে পড়ি। মূলত বিএনপির অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক তাদের সহ্য হচ্ছে না। তাই কারণ ছাড়াই আমাদের ওপর হামলা করতে চেয়েছিল।’ 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ের সামনে সড়কে বেশ কিছু কর্মীর কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই সড়ক থেকে সরাতে সামন্য গ্যাস ছোড়া হয়। এগুলো কোনো বিষাক্ত গ্যাস নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত