বাঁশখালী হামেদিয়া মাদ্রাসায় সালমা আদিল ফাউন্ডেশনের সহায়তা

অনলাইন ডেস্ক
Thumbnail image

চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার ভবন নির্মাণে সহযোগিতা করেছে সালমা আদিল ফাউন্ডেশন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারীর হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইশতিয়াক উদ্দীন চৌধুরী ৫০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে। 

কঙ্গোর অনারারি কনসাল ও মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউদ্দিন আদিল এবং তাঁর স্ত্রী শিক্ষানুরাগী ও সমাজসেবী সালমা খানমের সমাজ কল্যাণমূলক সংস্থা সালমা আদিল ফাউন্ডেশন। দুস্থ মানুষের সেবায় কাজ করে আসছে এ ফাউন্ডেশনটি। 

ফাউন্ডেশনের পক্ষে সালমা খানম বাঁশখালী ও চন্দনাইশসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে এবং দেশ ব্যাপী করোনা মহামারির সময় নানা সেবা কার্যক্রম চালান। সালমা খানমের ইচ্ছেক্রমে মাদ্রাসার ভবনটি তাঁর মায়ের নামে নামকরণ করা হবে ‘আরিফা খানম ভবন’। 

উল্লেখ্য, বিশিষ্ট কলামিস্ট ও ইসলামি ব্যক্তিত্ব আহমদুল ইসলাম চৌধুরীর প্রচেষ্টায় বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। তাঁর প্রচেষ্টায় একই কমপ্লেক্সের মধ্যে আরও প্রতিষ্ঠিত হয়েছে তরিকতের খানকাহ, জামে মসজিদ, এতিমখানা, হাফেজখানা, একাডেমি (কিন্ডার গার্টেন)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত