নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন ম্রোপাড়ায় ঘরবাড়িতে আগুন দেওয়া, হামলা ও ভাঙচুরের সর্বশেষ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। এতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আটটি বাড়ি পুড়ে যায়। তা ছাড়া, লুট করা হয় ঘরের জিনিসপত্র ও গবাদিপশু। এ ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে স্থানীয় থানায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের কাছে এ অভিযোগ করেছে অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা এ অভিযোগ করে। এ সময় সরই ভূমিরক্ষা কমিটির পক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ভুক্তভোগী পাহাড়িদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পাহাড়ে বসবাসকারী মানুষেরা খুব শান্তিপ্রিয়। তাঁরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই গ্রামে যা হয়েছে, আমি যা দেখেছি, এ ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে, তারা চরম অপরাধ করেছে।’ তিনি আরও বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিষয়ে খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ম্রোপাড়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতরা কখনো ছাড় পাবে না।’
৫ জানুয়ারি কমিশনের চার সদস্যের একটি তদন্ত দল রেংয়েন ম্রোপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এর আগে গত বছরের ২৬ এপ্রিল সরই এলাকায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস ও চাষাবাদ করে—এমন প্রায় ৪০০ একর ভূমিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩৫০ একর জুমের জমি পুড়ে যায়। এই ৪০০ একর ভূমি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন রেংয়েন, লাংকম ও জয়চন্দ্র পাড়ার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা। এই ৪০০ একর জমি নিজেদের ইজারার জায়গা বলে দাবি করে আসছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
৭ জানুয়ারি রেংয়েনপাড়ার কার্বারি রেংয়েন ম্রো বাদী হয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন ম্রোপাড়ায় ঘরবাড়িতে আগুন দেওয়া, হামলা ও ভাঙচুরের সর্বশেষ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। এতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আটটি বাড়ি পুড়ে যায়। তা ছাড়া, লুট করা হয় ঘরের জিনিসপত্র ও গবাদিপশু। এ ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে স্থানীয় থানায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের কাছে এ অভিযোগ করেছে অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা এ অভিযোগ করে। এ সময় সরই ভূমিরক্ষা কমিটির পক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ভুক্তভোগী পাহাড়িদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পাহাড়ে বসবাসকারী মানুষেরা খুব শান্তিপ্রিয়। তাঁরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই গ্রামে যা হয়েছে, আমি যা দেখেছি, এ ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে, তারা চরম অপরাধ করেছে।’ তিনি আরও বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিষয়ে খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ম্রোপাড়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতরা কখনো ছাড় পাবে না।’
৫ জানুয়ারি কমিশনের চার সদস্যের একটি তদন্ত দল রেংয়েন ম্রোপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এর আগে গত বছরের ২৬ এপ্রিল সরই এলাকায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস ও চাষাবাদ করে—এমন প্রায় ৪০০ একর ভূমিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩৫০ একর জুমের জমি পুড়ে যায়। এই ৪০০ একর ভূমি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন রেংয়েন, লাংকম ও জয়চন্দ্র পাড়ার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা। এই ৪০০ একর জমি নিজেদের ইজারার জায়গা বলে দাবি করে আসছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
৭ জানুয়ারি রেংয়েনপাড়ার কার্বারি রেংয়েন ম্রো বাদী হয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে