Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে নারীর হাত বিচ্ছিন্ন, স্বামীর দাবি–আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে নারীর হাত বিচ্ছিন্ন, স্বামীর দাবি–আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর নাম শেফালী বেগম (৩৫)। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় একটি মালবাহী ট্রেনে কাটা পড়েন তিনি।

শেফালী বেগম সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

শেফালী বেগমের স্বামী সালাউদ্দিন বলেন, ‘আমাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। সুখে-শান্তিতে আমাদের সংসার চলছিল। কিন্তু সম্প্রতি শেফালী মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন। শুধু আত্মহত্যার কথা বলতেন। এর কী কারণ ছিল; তা বলেননি।’

আজ সকালে স্থানীয় বাজারে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয় তিনি। এরপর তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে জানতে পারেন তিনি ট্রেনে কাটা পড়েছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাতেম আলী ভূইয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে ওই নারী কাটা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকা পাঠানো হয়। তাঁর মাথায় আঘাত লেগেছে এবং ডান হাত ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত