নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজ উদ্দিন (৪৫), আসাদুজ্জামান (৩৫), আব্দুর রহিম (৫২), মোসলেহ উদ্দিন (৪৫), জুয়েল রানা (২৭), মাঈন উদ্দিন (৪২), মহিন উদ্দিন (৩৭), হারুন-অর-রশিদ (৪৫), গাজী আনোয়ার আহম্মেদ হৃদয় (২৭), মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)। তাঁদের কাছ থেকে ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট ও ২০৪টি পাসপোর্ট ডেলিভারি রশিদ জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, সেবাপ্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পাসপোর্ট অফিস এলাকার আশপাশে অভিযান চালায় র্যাব-১১-এর একটি দল। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ১১ জন দালালকে আটক করা হয়। আটক সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। এর আগেও অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজ উদ্দিন (৪৫), আসাদুজ্জামান (৩৫), আব্দুর রহিম (৫২), মোসলেহ উদ্দিন (৪৫), জুয়েল রানা (২৭), মাঈন উদ্দিন (৪২), মহিন উদ্দিন (৩৭), হারুন-অর-রশিদ (৪৫), গাজী আনোয়ার আহম্মেদ হৃদয় (২৭), মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)। তাঁদের কাছ থেকে ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট ও ২০৪টি পাসপোর্ট ডেলিভারি রশিদ জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, সেবাপ্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পাসপোর্ট অফিস এলাকার আশপাশে অভিযান চালায় র্যাব-১১-এর একটি দল। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ১১ জন দালালকে আটক করা হয়। আটক সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। এর আগেও অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।
পাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
২ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১৯ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
২৫ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে