নীলফামারী প্রতিনিধি
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না। সমস্যাটা হচ্ছে জ্বালানির। আমাদের গ্যাস ক্রমাগত কমে যাচ্ছে। এর ফলে আমরা প্রায় ছয় হাজার কোটি টাকার এলএনজি আমদানি করি। সরকার সিদ্ধান্ত নিয়েছে নবায়নযোগ্য শক্তির বিষয়ে।
আজ শুক্রবার নীলফামারীতে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে হয় ওই সভা।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ‘সূর্যের আলো আমাদেরকে কিনতে হয় না। কিন্তু গ্যাস-কয়লা কিনতে হয়। এগুলো বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। এজন্য সৌর বিদ্যুৎ এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি, যদি বায়ো বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রোর সুযোগ থাকে এগুলো আমাদের জন্য সুবিধাজনক।’
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘মর্ডানাইজেশন প্রজেক্ট করার পাশাপাশি এই এলাকার চারটি পল্লী বিদ্যুৎ সমিতিতে অন্তত ৫০ করে ২০০ মেগাওয়ার্ডের প্রকল্প স্থাপন করতে পারলে আর কারও ওপর নির্ভর করতে হবে না।’
উপদেষ্টা বলেন, সারা দেশে রেলের জমি অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। সৈয়দপুরে রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে উল্লেখ করে বলেন, ‘সরকারের জমি ব্যবহারের একটি নিয়মনীতি আছে। কেউ জোর করে ব্যবহার করবেন এটি এখন আর সম্ভব না, একসময় হয়তো জোর জবরদস্তি করে দখল করা যেতো’।
এরপর উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন। তারপর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কারখানার কনফারেন্স রুমে মতবিনিময় করেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত মহা-পরিচালক আফজাল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রায়হান, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ রংপুর, দিনাজপুর ও নীলফামারীর আরইবি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না। সমস্যাটা হচ্ছে জ্বালানির। আমাদের গ্যাস ক্রমাগত কমে যাচ্ছে। এর ফলে আমরা প্রায় ছয় হাজার কোটি টাকার এলএনজি আমদানি করি। সরকার সিদ্ধান্ত নিয়েছে নবায়নযোগ্য শক্তির বিষয়ে।
আজ শুক্রবার নীলফামারীতে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে হয় ওই সভা।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ‘সূর্যের আলো আমাদেরকে কিনতে হয় না। কিন্তু গ্যাস-কয়লা কিনতে হয়। এগুলো বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। এজন্য সৌর বিদ্যুৎ এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি, যদি বায়ো বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রোর সুযোগ থাকে এগুলো আমাদের জন্য সুবিধাজনক।’
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘মর্ডানাইজেশন প্রজেক্ট করার পাশাপাশি এই এলাকার চারটি পল্লী বিদ্যুৎ সমিতিতে অন্তত ৫০ করে ২০০ মেগাওয়ার্ডের প্রকল্প স্থাপন করতে পারলে আর কারও ওপর নির্ভর করতে হবে না।’
উপদেষ্টা বলেন, সারা দেশে রেলের জমি অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। সৈয়দপুরে রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে উল্লেখ করে বলেন, ‘সরকারের জমি ব্যবহারের একটি নিয়মনীতি আছে। কেউ জোর করে ব্যবহার করবেন এটি এখন আর সম্ভব না, একসময় হয়তো জোর জবরদস্তি করে দখল করা যেতো’।
এরপর উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন। তারপর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কারখানার কনফারেন্স রুমে মতবিনিময় করেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত মহা-পরিচালক আফজাল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রায়হান, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ রংপুর, দিনাজপুর ও নীলফামারীর আরইবি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
১৬ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৪১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগে