Ajker Patrika

অর্থ বরাদ্দে অনিয়ম ও খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি 
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৬: ০৯
অর্থ বরাদ্দে অনিয়ম এবং খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
অর্থ বরাদ্দে অনিয়ম এবং খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় অর্থ বরাদ্দে অনিয়ম এবং বিশেষ প্রকল্প কর্মসূচির খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ ও বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠী।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা, বাংলাদেশ যুব কল্যাণ সংসদের দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ভিক্তর ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক রুমেল চাকমা, ত্রিপুরা ঐক্য পরিষদের পানছড়ি উপজেলা কমিটির সভাপতি কিনারাম ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্যশস্য ও আপৎকালীন অনুদান বরাদ্দের ক্ষেত্রে তাঁদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া না হলে কঠোর আন্দোলন ও অবরোধের মতো কর্মসূচি দিতে তাঁরা বাধ্য হবেন। এ ছাড়া প্রয়োজন হলে বৈসাবি উৎসব বর্জন করার হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যুক্ত হয়। এতে ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত