টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় চাঁদাবাজির মামলায় পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় যুবলীগ নেতা শামসুল আলম ওরফে এটিএম শামসুকে (৩২) গ্রেপ্তার করতে গেলে দুজন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত দুই পুলিশ সদস্য হলেন-বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল মীর ও কনস্টেবল মো. ইমরান। এ ঘটনায় অভিযুক্ত আসামি বাহারছড়া ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও বাহারছড়ার শীলখালী এলাকার মৃত মোহাম্মদ কালু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজি মামলায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে শামলাপুর বাজারে যায় পুলিশের একটি দল। সেখানে শামসুলসহ তাঁর সঙ্গে থাকা লোকজন এএসআই জামাল মীর ও কনস্টেবল মো. ইমরানকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন। । পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ঘটনাস্থলে যান এবং শামসুলকে গ্রেপ্তার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যান।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, ‘চাঁদাবাজি মামলায় এজাহারে উল্লিখিত দুই নম্বর আসামি যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের দুই সদস্যকে মারধর করা হয়। এতে পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী মাঝেরপাড়ায় একোয়া শ্রিম্প হ্যাচারির (নারিশ কোম্পানি) কেনা প্রায় ২০ একর জমি রয়েছে। গত ২২ এপ্রিল প্রতিষ্ঠানটির নির্মাণকাজ চলাকালীন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে থাকা নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হন এলাকার ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। জমিতে স্থাপনা নির্মাণ করতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে কোম্পানির কর্মকর্তাকে হুমকি দেন তাঁরা। চাঁদা দিতে না চাইলে তাঁরা কোম্পানির নিরাপত্তাকর্মীদের মারধর করেন এবং মালামাল লুটপাট করে নিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা এক্সকাভেটর মেশিনসহ কিছু যন্ত্রপাতি ভাঙচুর চালায়। এ ঘটনায় ২৬ এপ্রিল ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা করা হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, ‘চাঁদার টাকা দিতে অপারগতা জানানোয় তাঁরা শ্রমিকদের মারধর ও বিভিন্ন ধরনের মালামাল লুট করেন। পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’
কক্সবাজারের টেকনাফ উপজেলায় চাঁদাবাজির মামলায় পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় যুবলীগ নেতা শামসুল আলম ওরফে এটিএম শামসুকে (৩২) গ্রেপ্তার করতে গেলে দুজন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত দুই পুলিশ সদস্য হলেন-বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল মীর ও কনস্টেবল মো. ইমরান। এ ঘটনায় অভিযুক্ত আসামি বাহারছড়া ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও বাহারছড়ার শীলখালী এলাকার মৃত মোহাম্মদ কালু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজি মামলায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে শামলাপুর বাজারে যায় পুলিশের একটি দল। সেখানে শামসুলসহ তাঁর সঙ্গে থাকা লোকজন এএসআই জামাল মীর ও কনস্টেবল মো. ইমরানকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন। । পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ঘটনাস্থলে যান এবং শামসুলকে গ্রেপ্তার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যান।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, ‘চাঁদাবাজি মামলায় এজাহারে উল্লিখিত দুই নম্বর আসামি যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের দুই সদস্যকে মারধর করা হয়। এতে পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী মাঝেরপাড়ায় একোয়া শ্রিম্প হ্যাচারির (নারিশ কোম্পানি) কেনা প্রায় ২০ একর জমি রয়েছে। গত ২২ এপ্রিল প্রতিষ্ঠানটির নির্মাণকাজ চলাকালীন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে থাকা নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হন এলাকার ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। জমিতে স্থাপনা নির্মাণ করতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে কোম্পানির কর্মকর্তাকে হুমকি দেন তাঁরা। চাঁদা দিতে না চাইলে তাঁরা কোম্পানির নিরাপত্তাকর্মীদের মারধর করেন এবং মালামাল লুটপাট করে নিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা এক্সকাভেটর মেশিনসহ কিছু যন্ত্রপাতি ভাঙচুর চালায়। এ ঘটনায় ২৬ এপ্রিল ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা করা হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, ‘চাঁদার টাকা দিতে অপারগতা জানানোয় তাঁরা শ্রমিকদের মারধর ও বিভিন্ন ধরনের মালামাল লুট করেন। পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে অভিযান শেষে ফেরার পথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
১৩ মিনিট আগেদ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যথায় তাকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
১৯ মিনিট আগেজাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে বাংলাদেশে ৫-১৭ বৎসর বয়সী কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখের বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ ৬৮ হাজার।
২৮ মিনিট আগেবগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে