হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে একটি ডুপ্লেক্স ভবনের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন হজযাত্রীর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের আসবাবসহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট নিয়ে চলতি মাসের ২০ তারিখ ওই তিন হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক রেজিস্ট্রার এস এম শাহজালাল রশিদের এ আর গার্ডেন নামে একটি ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দোতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা ক্ষতিগ্রস্ত পরিবারের।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ দোতলায় আগুন দেখে পরিবারের লোকজন চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলেও দোতলায় আগুনের তীব্রতায় তেমন কাজ করতে পারেননি। আগুনে আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ ভবনের মালিক এস এম শাহজালাল রশিদের, তাঁর স্ত্রী ঝুমা চৌধুরীর এবং তাঁদের ছেলে সৈয়দ মুলতাজিম রশিদের পাসপোর্ট পুড়ে ছাই হয় গেছে।
আগুনে পুড়ে যাওয়া ভবনটির মালিক এস এম শাহজালাল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি আগ্রাবাদ থেকে দ্রুত ছুটে আসি। কিন্তু তার আগেই সব পুরে শেষ হয়ে গেছে।’
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোতলার পাঁচটি কক্ষের আসবাবসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তীব্রতায় কক্ষের পলেস্তারাও খসে পড়ে। আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
চট্টগ্রামের হাটহাজারীতে একটি ডুপ্লেক্স ভবনের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন হজযাত্রীর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের আসবাবসহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট নিয়ে চলতি মাসের ২০ তারিখ ওই তিন হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক রেজিস্ট্রার এস এম শাহজালাল রশিদের এ আর গার্ডেন নামে একটি ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দোতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা ক্ষতিগ্রস্ত পরিবারের।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ দোতলায় আগুন দেখে পরিবারের লোকজন চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলেও দোতলায় আগুনের তীব্রতায় তেমন কাজ করতে পারেননি। আগুনে আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ ভবনের মালিক এস এম শাহজালাল রশিদের, তাঁর স্ত্রী ঝুমা চৌধুরীর এবং তাঁদের ছেলে সৈয়দ মুলতাজিম রশিদের পাসপোর্ট পুড়ে ছাই হয় গেছে।
আগুনে পুড়ে যাওয়া ভবনটির মালিক এস এম শাহজালাল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি আগ্রাবাদ থেকে দ্রুত ছুটে আসি। কিন্তু তার আগেই সব পুরে শেষ হয়ে গেছে।’
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোতলার পাঁচটি কক্ষের আসবাবসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তীব্রতায় কক্ষের পলেস্তারাও খসে পড়ে। আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেরাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
৮ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগে