চট্টগ্রামে নিউমার্কেট ঘিরে হাজার হাজার বিক্ষোভকারী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নিউমার্কেট দখলে নিয়েছে আন্দোলনকারীরা। কোতোয়ালী থানা, কদমতলী মোড় থেকে নিউমার্কেট সড়ক ও কাজির দেউড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জায়গাজুড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। 

আজ শনিবার দুপুর থেকে কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা। 

মাহমুদ হাসান নামের আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান আমরা মানি না। শত শত নিরীহ শিশু-ছাত্রকে গুলি করে হত্যা করে কীসের সংলাপ। এই সরকারকে পদত্যাগ করতে হবে।’ 

চট্টগ্রাম কলেজের ছাত্র আশরাফুল আলম নামে এক আন্দোলনকারী বলেন, ‘এই সরকারের নাটক আমরা বিশ্বাস করি না। প্রতিদিন আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে নির্বিচারে গুলি করছে। কুমিল্লায় আমাদের ভাইদের গুলি করেছে। তাদের এই রক্ত আমরা বৃথা যেতে দিব না।’ 

এদিকে নগরে জিইসি মোড়ে মিছিল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত