নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে নাশকতার সর্বশেষ মামলাটি করেছে। পুলিশ গত ২৪ ঘণ্টায় জেলা ও নগরে আরও ৪৪ জনসহ এখন পর্যন্ত মোট ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, আকবরশাহ থানায় হওয়া নতুন মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭০-৭৫ জনকে আসামি করা হয়েছে। এটা নিয়ে চট্টগ্রাম নগরীতে ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনসহ মোট ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় হওয়া ১১টি মামলায় ৩৭১ জন গ্রেপ্তার হয়েছেন।
এর আগে গত ১৬ ও ১৮ জুলাই পৃথক ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নগরের মুরাদপুর ও বহদ্দারহাট রণক্ষেত্রে পরিণত হয়। ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছাড়া সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন। এ ঘটনায় আহত হন দুই শতাধিক।
পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, কোটা আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগরীতে পাঁচলাইশ থানায় ছয়টি, কোতোয়ালি থানায় চারটি, চান্দগাঁও থানায় চারটি এবং বাকলিয়া, খুলশী, হালিশহর, ডবলমুরিং ও আকবরশাহ থানায় একটি করে মোট ১৯টি মামলা হয়েছে। হত্যাচেষ্টা, বিস্ফোরক ও নাশকতাসহ বিশেষ ক্ষমতা আইনে হওয়া বেশির ভাগ মামলার বাদী পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী বলেন, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত যুবদলের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে নাশকতার সর্বশেষ মামলাটি করেছে। পুলিশ গত ২৪ ঘণ্টায় জেলা ও নগরে আরও ৪৪ জনসহ এখন পর্যন্ত মোট ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, আকবরশাহ থানায় হওয়া নতুন মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭০-৭৫ জনকে আসামি করা হয়েছে। এটা নিয়ে চট্টগ্রাম নগরীতে ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনসহ মোট ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় হওয়া ১১টি মামলায় ৩৭১ জন গ্রেপ্তার হয়েছেন।
এর আগে গত ১৬ ও ১৮ জুলাই পৃথক ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নগরের মুরাদপুর ও বহদ্দারহাট রণক্ষেত্রে পরিণত হয়। ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছাড়া সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন। এ ঘটনায় আহত হন দুই শতাধিক।
পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, কোটা আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগরীতে পাঁচলাইশ থানায় ছয়টি, কোতোয়ালি থানায় চারটি, চান্দগাঁও থানায় চারটি এবং বাকলিয়া, খুলশী, হালিশহর, ডবলমুরিং ও আকবরশাহ থানায় একটি করে মোট ১৯টি মামলা হয়েছে। হত্যাচেষ্টা, বিস্ফোরক ও নাশকতাসহ বিশেষ ক্ষমতা আইনে হওয়া বেশির ভাগ মামলার বাদী পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী বলেন, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত যুবদলের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ শনাক্ত করেন স্বজনেরা। আবু সালেহর ছোট ভাই আবু রায়হান ছোটন বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নগর কসবা গ্রামে। তবে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ নয়বাড়ি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি আছে।
৮ মিনিট আগেডিএমপি কমিশনার বলেন, প্রতিবছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এই বইমেলাকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত...
৩১ মিনিট আগেবগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার ঘটনায় যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।
৪১ মিনিট আগেসীমান্তে দুই দেশের বাসিন্দাদের সংঘর্ষের চার দিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মতে, সীমান্তের ১৫০ গজের...
১ ঘণ্টা আগে