মারিশ্যা-দীঘিনালা সড়কের পাহাড়ধস: ২৪ ঘণ্টা পর বাঘাইছড়ির যানচলাচল স্বাভাবিক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
Thumbnail image

রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসের ২৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার যানচলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। সংবাদ পেয়ে সকাল ৬টা থেকে কাজ শুরু করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা পরে ভারী যন্ত্রপাতি ও বল্ডোজার নিয়ে যোগ দেয় উপজেলা প্রশাসনের টিম। পরে দীর্ঘ ৭ ঘণ্টা ধরে পাহাড়ের মাটি সরানো হলে দুপুর ১টা থেকে যানচলাচল স্বাভাবিক হয়। 

তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পরে। এতে তীব্র গরমে সীমাহীন দুর্ভোগে পরেন সড়কে চলাচল করা হাজারো মানুষ। 

এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এর সদস্যরা মাটি সরাতে এগিয়ে না আসায় দুঃখ প্রকাশ করেন ইউএনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত