লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সদর হাসপাতালেই এই দুই রোগে আক্রান্ত হয়ে প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছে প্রায় দেড় শ শিশু।
এদিকে জেলা সদর হাসপাতালে শিশু শয্যা রয়েছে মাত্র ১৫টি। শয্যার তুলনায় ১০ গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। তাই শয্যা সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্রও একই রকম।
হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন জসিম উদ্দিন ও কামাল উদ্দিন বলেন, বেড না থাকায় তিন-চারটি শিশুকে এক বেডে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। তাতে রোগীর স্বজনেরাও অসুস্থ হয়ে পড়ছে। ভর্তির পর হাসপাতাল থেকে তাদের খাবার স্যালাইন ও সামান্য কিছু ওষুধ দেওয়া হয়। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হয়। এ ছাড়া তেমন চিকিৎসা পাওয়া যাচ্ছে না।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন আবুল বাসার ও মহিন উদ্দিন বলেন, হাসপাতালে পা রাখার জায়গা নেই। বারান্দায় ও শিশু ওয়ার্ডের ফ্লোরে শিশুদের রাখা হচ্ছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন আহাম্মদ কবির আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময়ে শিশুদের গরম কাপড় পরিধানসহ বিভিন্ন পরামর্শ দেন চিকিৎসকেরা। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
লক্ষ্মীপুরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সদর হাসপাতালেই এই দুই রোগে আক্রান্ত হয়ে প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছে প্রায় দেড় শ শিশু।
এদিকে জেলা সদর হাসপাতালে শিশু শয্যা রয়েছে মাত্র ১৫টি। শয্যার তুলনায় ১০ গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। তাই শয্যা সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্রও একই রকম।
হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন জসিম উদ্দিন ও কামাল উদ্দিন বলেন, বেড না থাকায় তিন-চারটি শিশুকে এক বেডে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। তাতে রোগীর স্বজনেরাও অসুস্থ হয়ে পড়ছে। ভর্তির পর হাসপাতাল থেকে তাদের খাবার স্যালাইন ও সামান্য কিছু ওষুধ দেওয়া হয়। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হয়। এ ছাড়া তেমন চিকিৎসা পাওয়া যাচ্ছে না।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন আবুল বাসার ও মহিন উদ্দিন বলেন, হাসপাতালে পা রাখার জায়গা নেই। বারান্দায় ও শিশু ওয়ার্ডের ফ্লোরে শিশুদের রাখা হচ্ছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন আহাম্মদ কবির আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময়ে শিশুদের গরম কাপড় পরিধানসহ বিভিন্ন পরামর্শ দেন চিকিৎসকেরা। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১০ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
২১ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে