ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় টানা চতুর্থবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসা. তাহমিনা হক পপি। উপজেলা নির্বাচনে তিনি হাঁস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট জাহান আরা বেগম। তিনি কলস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬১৭ ভোট।
গতকাল বুধবার রাত ১১টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন।
জানা গেছে, তাহমিনা হক পপি উপজেলা বিএনপির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য। তবে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
তাহমিনা হক পপি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম রফিকুল হক ভূইয়ার মেয়ে। তাঁর বাবার বাড়ি উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর এলাকায়। তার স্বামী বাড়ি একই গ্রামের মধ্যপাড়া এলাকার। তার স্বামী আবু কাউসার ব্যবসার পাশাপাশি উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা জীবনে তাহমিনা হক পপি উপজেলার দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ১৯৯৯ সালে বিএ পাস করেন। একজন সমাজকর্মী হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন।
তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এরপর চতুর্থ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
তাহমিনা হক পপি জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে জড়িত থেকে নারী উন্নয়নে ও নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নারীদের বিপদে পাশে থেকে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। তাহমিনা হক পপি জেলা ও উপজেলা পর্যায়ে পেয়েছেন জয়িতা নারী হিসেবে সম্মাননা।
তিনি নির্যাতিত নিপীড়িতদের পাশে দাঁড়ান। ছুটে চলেন উপজেলার প্রত্যন্ত গ্রামে। গরিব, অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের বিপদে ও দুর্যোগে এগিয়ে আসান। নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ বিচারিক কাজে ছুটে যান। এ কারণে টানা চারবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনে বিজয়ের তাহমিনা হক পপি বলেন, ‘এ বিজয়ে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। উপজেলার মানুষ আমাকে এত ভালোবাসে যে বারবার নির্বাচিত করছেন। জনগণের এ ঋণ শোধ করার মতো নয়। তবে সর্বাত্মক চেষ্টা করব এ উপজেলাবাসীর যেকোনো বিপদ-আপদ ও সামাজিক উন্নয়নে কাজ করার। সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সবাইকে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলাকে স্মার্ট উপজেলা গড়ে তুলব।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় টানা চতুর্থবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসা. তাহমিনা হক পপি। উপজেলা নির্বাচনে তিনি হাঁস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট জাহান আরা বেগম। তিনি কলস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬১৭ ভোট।
গতকাল বুধবার রাত ১১টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন।
জানা গেছে, তাহমিনা হক পপি উপজেলা বিএনপির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য। তবে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
তাহমিনা হক পপি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম রফিকুল হক ভূইয়ার মেয়ে। তাঁর বাবার বাড়ি উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর এলাকায়। তার স্বামী বাড়ি একই গ্রামের মধ্যপাড়া এলাকার। তার স্বামী আবু কাউসার ব্যবসার পাশাপাশি উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা জীবনে তাহমিনা হক পপি উপজেলার দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ১৯৯৯ সালে বিএ পাস করেন। একজন সমাজকর্মী হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন।
তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এরপর চতুর্থ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
তাহমিনা হক পপি জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে জড়িত থেকে নারী উন্নয়নে ও নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নারীদের বিপদে পাশে থেকে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। তাহমিনা হক পপি জেলা ও উপজেলা পর্যায়ে পেয়েছেন জয়িতা নারী হিসেবে সম্মাননা।
তিনি নির্যাতিত নিপীড়িতদের পাশে দাঁড়ান। ছুটে চলেন উপজেলার প্রত্যন্ত গ্রামে। গরিব, অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের বিপদে ও দুর্যোগে এগিয়ে আসান। নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ বিচারিক কাজে ছুটে যান। এ কারণে টানা চারবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনে বিজয়ের তাহমিনা হক পপি বলেন, ‘এ বিজয়ে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। উপজেলার মানুষ আমাকে এত ভালোবাসে যে বারবার নির্বাচিত করছেন। জনগণের এ ঋণ শোধ করার মতো নয়। তবে সর্বাত্মক চেষ্টা করব এ উপজেলাবাসীর যেকোনো বিপদ-আপদ ও সামাজিক উন্নয়নে কাজ করার। সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সবাইকে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলাকে স্মার্ট উপজেলা গড়ে তুলব।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে