নিরাপত্তা যাদের হাতে, তারাই চুরি করছে রেলের মালামাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ১৫: ২৮
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৫: ৫৫

নগরের পাহাড়তলী রেলওয়ের সেল ডিপোতে (পুরোনো মালামাল রাখার স্থান) ৭৯৩ কেজি মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্র ছাড়াও নিরাপত্তায় নিয়োজিত রেলের আরএনবির এক সদস্যের নাম এসেছে। ভিডিও ফুটেজেও তার প্রমাণ পাওয়া গেছে। 

এৎ ঘটনায় গত রোববার পুরোনো সেল ডিপোর বর্তমান এসই (এস) মো. গোলাম রাব্বানী ও পাহাড়তলীর এসএসই (এস) মো. ইউনুছ রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে অবহিত করে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ ও ২০ মার্চ ভোর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় পুরোনো সেল ডিপোর পশ্চিম পাশে সীমানাপ্রাচীরের ওপর দিয়ে একজন দুষ্কৃতকারী প্রবেশ করে ৯ নম্বর বিটের এক্সেল গাইডের লট থেকে ৬১ পিস (প্রতিটির ওজন ১৩ কেজি), অর্থাৎ ৭৯৩ কেজি মালামাল চুরি করে। এর বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা। চিঠিতে আরএনবির সদস্যদের সক্রিয় দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়। 

ওই চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন পাহাড়তলী স্টেশনের হাবিলদার কৃষ্ণ ও সিপাহি হাফিজ। মালামাল বিক্রি করে বিক্রির ৫০০ টাকা করে তাঁদের দেন চোর চক্রের সদস্যরা। 

চুরির ঘটনা ঘটার পর আরএনবির কর্মকর্তারা অভিযান চালান, এই সময় চরফ্যাশনের আবুল কালামের ছেলে আকরাম আলী ও খুলশী এলাকার বেলালকে গ্রেপ্তার করেন। 

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে তুলে রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।’ 

আরএনবির হাবিলদার কৃষ্ণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জিজ্ঞাসাবাদ তাঁর নাম এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। 

এর আগে গত ৩ মার্চ রেলওয়ের লোকোশেডে অভিযান চালায় দুদক। সেখানেও আরএনবির বিরুদ্ধে তেল চুরির প্রমাণ পায় দুদক। ওই ঘটনায় রেলওয়ে জড়িত আরএনবির সাতজনকে তৎক্ষণাৎ বদলি করে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত