কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা। তাদের একটাই দাবি, এলাকায় টেকসই বাঁধ নির্মাণ। ভাঙনরোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
কমলনগরের কালকিনি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন তার ৮৫ বছরের জীবনে মোট ১২ বার ভাঙনের শিকার হয়েছেন। সাত মেয়ে ও দুই ছেলে নিয়ে অসহায়ের মত বসবাস করছেন অন্যের আশ্রয়ে।
নিজের দুরবস্তা তুলে ধরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার প্রায় ৪০ বিঘার মত জমি আছিলো। ওইডি এহন বিক্রি করলে ৩ কোটি টাকার মত দাম হইত। কিন্তু নদী ভাইঙা তো সব হারায়া ফালাইলাম। আর এখন যেহানে আছি, ওইহানেও মনে হয় না এক দুই মাসের বেশি থাকবার পারমু।’
একই ওয়ার্ডের আরেক বাসিন্দা আব্দুল মালেক মোল্লা (৭৫)। ৬ বার মেঘনার ভাঙনের শিকার হয়ে তিনিও হয়ে পড়েছেন সহায় সম্বলহীন। দেলোয়ার হোসেনের মত তিনিও থাকছেন অন্যের জায়গায়। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এখন যদি মৃত্যুর আগে অন্তত নদীর বাঁধটা দেখে যেতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম।’
মো. দেলোয়ার হোসেন বা আব্দুল মালেক মোল্লার মত কমলনগরের আরও অনেকেই নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন; করছেন মানবেতর জীবনযাপন।
চর কালকিনি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ বলেন, ‘কমলনগরের সবচেয়ে ভয়াবহ সমস্যা এই মেঘনা নদী ভাঙন। যদি ভাঙন রোধ এবং বাঁধ সমস্যার সমাধান করা না যায় তাহলে মানচিত্র থেকে কমলনগর এলাকাটি হারিয়ে যাবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মেঘনায় ভাঙনরোধে যে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন তা অতি দ্রুত বাস্তবায়ন করে একটি টেকসই বাঁধ নির্মাণ করার অনুরোধ জানাচ্ছি আমরা।’
লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা। তাদের একটাই দাবি, এলাকায় টেকসই বাঁধ নির্মাণ। ভাঙনরোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
কমলনগরের কালকিনি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন তার ৮৫ বছরের জীবনে মোট ১২ বার ভাঙনের শিকার হয়েছেন। সাত মেয়ে ও দুই ছেলে নিয়ে অসহায়ের মত বসবাস করছেন অন্যের আশ্রয়ে।
নিজের দুরবস্তা তুলে ধরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার প্রায় ৪০ বিঘার মত জমি আছিলো। ওইডি এহন বিক্রি করলে ৩ কোটি টাকার মত দাম হইত। কিন্তু নদী ভাইঙা তো সব হারায়া ফালাইলাম। আর এখন যেহানে আছি, ওইহানেও মনে হয় না এক দুই মাসের বেশি থাকবার পারমু।’
একই ওয়ার্ডের আরেক বাসিন্দা আব্দুল মালেক মোল্লা (৭৫)। ৬ বার মেঘনার ভাঙনের শিকার হয়ে তিনিও হয়ে পড়েছেন সহায় সম্বলহীন। দেলোয়ার হোসেনের মত তিনিও থাকছেন অন্যের জায়গায়। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এখন যদি মৃত্যুর আগে অন্তত নদীর বাঁধটা দেখে যেতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম।’
মো. দেলোয়ার হোসেন বা আব্দুল মালেক মোল্লার মত কমলনগরের আরও অনেকেই নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন; করছেন মানবেতর জীবনযাপন।
চর কালকিনি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ বলেন, ‘কমলনগরের সবচেয়ে ভয়াবহ সমস্যা এই মেঘনা নদী ভাঙন। যদি ভাঙন রোধ এবং বাঁধ সমস্যার সমাধান করা না যায় তাহলে মানচিত্র থেকে কমলনগর এলাকাটি হারিয়ে যাবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মেঘনায় ভাঙনরোধে যে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন তা অতি দ্রুত বাস্তবায়ন করে একটি টেকসই বাঁধ নির্মাণ করার অনুরোধ জানাচ্ছি আমরা।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে