রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শীতকালের সবচেয়ে মজাদার সবজির নাম ফুলকপি। তবে এই সময়ে তার সহোদর বাঁধাকপির কদরও কম নয়। শীতের সময় বেশির ভাগ সবজিপ্রিয় মানুষের খাবারের তালিকায় থাকে দুটি কপিই।
জানা যায়, অধিক লাভের আশার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রচুর পরিমাণে ফুলকপি ও বাঁধাকপির চাষ করা হয়।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, 'এ বছর রাঙ্গুনিয়া উপজেলায় ১০ হাজার কৃষক প্রায় ৫০০ একর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। রাঙ্গুনিয়ার প্রায় সব কটি চরের অর্ধেকেরও বেশি জায়গাজুড়ে করা হয়েছে এ দুই জাতের কপির চাষ। কৃষকেরা দিনরাত এক করে কপি চাষ করছেন। এই সময়ে বাজারে ফুলকপির পাশাপাশি বাঁধাকপির দামও বেশ ভালো। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে কৃষকেরা কপি চাষে লাভবান হচ্ছেন।'
এ বিষয়ে পোমরা ইউনিয়নের বার আউলিয়ার ঢালা এলাকার কপিচাষি নুরুল আমিন বলেন, 'এবার দেড় একর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। শীতের শুরুতে দাম ভালো পাওয়ায় খরচ উঠে গেছে। নিজের জমিতে চাষাবাদ করায় বেশ ভালো লাভবান হয়েছি। এ পর্যন্ত ৪০ হাজার টাকার কপি বিক্রি করেছি।'
বেতাগী ইউনিয়নের মির্জাখিল গ্রামের কপিচাষি আবুল কালাম বলেন, 'বর্গা নিয়ে এক একর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। এর মধ্যে দাম ভালো পেয়েছি। জমির মালিককেও সন্তুষ্ট করতে পেরেছি। বর্গা চাষ করায় খরচ উঠে এলেও এখনো পরিশ্রমের দামটা পাইনি। তবে আশা করছি যে পরিমাণ ফসল জমিতে রয়েছে, তা থেকে পরিশ্রমের পাওনাসহ লভ্যাংশ উঠে আসবে।'
কর্ণফুলীর দাঙ্গার চরের সবজিচাষি লেয়াকত আলী বলেন, 'প্রচুর ফলন হয়েছে এ বছর। বিক্রিও ভালো হয়েছে। চাষিরা তাঁদের পরিশ্রমের দামটা পেয়ে খুশি। পাইকাররা এখন আর চাষিদের সঙ্গে প্রতারণা করেন না। ডিজিটাল বাংলাদেশ চাষিদের বাজারদর সম্পর্কে সচেতন করে তুলছে। ফসলের উপযুক্ত দাম পেয়ে রাঙ্গুনিয়ার কৃষকেরা দিনরাত এক করে দিয়েছেন কপি উৎপাদনে।'
এ বিষয়ে রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ সরওয়ার সালেক সিকদার আজকের পত্রিকাকে বলেন, 'দেখতে অত্যন্ত সুন্দর ফুলকপির প্রতি মানুষের আজন্মকালের লোভ। খেতেও দারুণ মজার। সেই সঙ্গে বাঁধাকপির স্বাদ শীতকালের মর্যাদাটাই আলাদা করে দেয়। তাই শীতকাল এলে রাঙ্গুনিয়ার তাজা সবজির আয়োজন মনটাকে প্রফুল্ল করে দেয়।'
আরও পড়ুন:
শীতকালের সবচেয়ে মজাদার সবজির নাম ফুলকপি। তবে এই সময়ে তার সহোদর বাঁধাকপির কদরও কম নয়। শীতের সময় বেশির ভাগ সবজিপ্রিয় মানুষের খাবারের তালিকায় থাকে দুটি কপিই।
জানা যায়, অধিক লাভের আশার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রচুর পরিমাণে ফুলকপি ও বাঁধাকপির চাষ করা হয়।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, 'এ বছর রাঙ্গুনিয়া উপজেলায় ১০ হাজার কৃষক প্রায় ৫০০ একর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। রাঙ্গুনিয়ার প্রায় সব কটি চরের অর্ধেকেরও বেশি জায়গাজুড়ে করা হয়েছে এ দুই জাতের কপির চাষ। কৃষকেরা দিনরাত এক করে কপি চাষ করছেন। এই সময়ে বাজারে ফুলকপির পাশাপাশি বাঁধাকপির দামও বেশ ভালো। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে কৃষকেরা কপি চাষে লাভবান হচ্ছেন।'
এ বিষয়ে পোমরা ইউনিয়নের বার আউলিয়ার ঢালা এলাকার কপিচাষি নুরুল আমিন বলেন, 'এবার দেড় একর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। শীতের শুরুতে দাম ভালো পাওয়ায় খরচ উঠে গেছে। নিজের জমিতে চাষাবাদ করায় বেশ ভালো লাভবান হয়েছি। এ পর্যন্ত ৪০ হাজার টাকার কপি বিক্রি করেছি।'
বেতাগী ইউনিয়নের মির্জাখিল গ্রামের কপিচাষি আবুল কালাম বলেন, 'বর্গা নিয়ে এক একর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। এর মধ্যে দাম ভালো পেয়েছি। জমির মালিককেও সন্তুষ্ট করতে পেরেছি। বর্গা চাষ করায় খরচ উঠে এলেও এখনো পরিশ্রমের দামটা পাইনি। তবে আশা করছি যে পরিমাণ ফসল জমিতে রয়েছে, তা থেকে পরিশ্রমের পাওনাসহ লভ্যাংশ উঠে আসবে।'
কর্ণফুলীর দাঙ্গার চরের সবজিচাষি লেয়াকত আলী বলেন, 'প্রচুর ফলন হয়েছে এ বছর। বিক্রিও ভালো হয়েছে। চাষিরা তাঁদের পরিশ্রমের দামটা পেয়ে খুশি। পাইকাররা এখন আর চাষিদের সঙ্গে প্রতারণা করেন না। ডিজিটাল বাংলাদেশ চাষিদের বাজারদর সম্পর্কে সচেতন করে তুলছে। ফসলের উপযুক্ত দাম পেয়ে রাঙ্গুনিয়ার কৃষকেরা দিনরাত এক করে দিয়েছেন কপি উৎপাদনে।'
এ বিষয়ে রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ সরওয়ার সালেক সিকদার আজকের পত্রিকাকে বলেন, 'দেখতে অত্যন্ত সুন্দর ফুলকপির প্রতি মানুষের আজন্মকালের লোভ। খেতেও দারুণ মজার। সেই সঙ্গে বাঁধাকপির স্বাদ শীতকালের মর্যাদাটাই আলাদা করে দেয়। তাই শীতকাল এলে রাঙ্গুনিয়ার তাজা সবজির আয়োজন মনটাকে প্রফুল্ল করে দেয়।'
আরও পড়ুন:
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
৪ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
১৮ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৩২ মিনিট আগে