ঘূর্ণিঝড় দানা: চট্টগ্রাম বন্দরে কাজকর্ম স্বাভাবিক, মোংলা বন্দরে অ্যালার্ট-১ 

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
Thumbnail image

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে আবহাওয়া দপ্তরের ৩ নম্বর সতর্ক সংকেত থাকলেও চট্টগ্রাম বন্দরে কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। আকাশও ভালো রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা বন্দরে নিজস্ব অ্যালার্ট-১ জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাগেরহাটের মোংলা বন্দরে নিরাপদে নোঙর করেছে নৌ বাহিনীর দুটি যুদ্ধ জাহাজ।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে বিএনএস শাপলা ও বিএনএস শৈবাল নামে জাহাজ দুটি নোঙর করে। এ ছাড়া বিএনএস প্রত্যাশা ও বিএনএস স্বাধীনতা নামে আরও দুটি যুদ্ধ জাহাজ মোংলা নৌ ঘাঁটিতে নিরাপদে নোঙর করেছে। এই চারটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে মোংলায় আসে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়’ দানা’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা বন্দরে নিজস্ব অ্যালার্ট-১ জারি করা হয়েছে।

এ ছাড়া ঝড় মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে বুধবার দুপুরে এক সভায় এই প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বন্দরে অবস্থানরত সকল প্রকার বাণিজ্যিক জাহাজসহ বন্দরের নিজস্ব নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বন্দরে অবস্থানরত আটটি জাহাজে সার, কয়লা ও ক্লিংকারসহ বেশ কয়েক প্রকার পণ্য খালাস স্বাভাবিক রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে মোংলায় সকালে হালকা বাতাসসহ বৃষ্টি হয়েছে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত