সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন জামাল উদ্দিন গাজী (৫৫) ও আলহাজ মাওলানা হাফিজ উল্যাহ (৫৭)। সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজনেই। সালের উপজেলার বাংলাবাজার এলাকার একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সুলতান নগর এলাকার চরজব্বর–সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জামাল উদ্দিন গাজী উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা নুরুল উল্যার ছেলে। তিনি একই ইউনিয়নের জামায়াত নেতা ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ছিলেন।
চর আমান উল্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর হোসেন আহাম্মদ দুলাল বলেন, সকালে বিএনপি নেতা গাজী তাঁর আত্মীয় জামায়াত নেতা হাফিজ উল্যাকে নিয়ে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে মামলার হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বর–সোনাপুর সড়কের সুলতান নগর এলাকার একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার বাইরে গিয়ে পড়েন। বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন গাজীকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক জামায়াত নেতা মাওলানা হাফিজ উল্যাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় মারা যান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক ড্রাইভারসহ ট্রাকটি আটক করে থানা–পুলিশের কাছে সোপর্দ করেছে।
নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন জামাল উদ্দিন গাজী (৫৫) ও আলহাজ মাওলানা হাফিজ উল্যাহ (৫৭)। সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজনেই। সালের উপজেলার বাংলাবাজার এলাকার একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সুলতান নগর এলাকার চরজব্বর–সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জামাল উদ্দিন গাজী উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা নুরুল উল্যার ছেলে। তিনি একই ইউনিয়নের জামায়াত নেতা ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ছিলেন।
চর আমান উল্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর হোসেন আহাম্মদ দুলাল বলেন, সকালে বিএনপি নেতা গাজী তাঁর আত্মীয় জামায়াত নেতা হাফিজ উল্যাকে নিয়ে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে মামলার হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বর–সোনাপুর সড়কের সুলতান নগর এলাকার একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার বাইরে গিয়ে পড়েন। বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন গাজীকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক জামায়াত নেতা মাওলানা হাফিজ উল্যাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় মারা যান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক ড্রাইভারসহ ট্রাকটি আটক করে থানা–পুলিশের কাছে সোপর্দ করেছে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে