নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার প্রায় ৩১ শতাংশ। গতকাল ছিল ৩৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৮ জনের শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৭৪ ও বিভিন্ন উপজেলার ২৯৪ জন। উপজেলার মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শনাক্ত হয়েছেন হাটহাজারীতে।
আগের দিন ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩ জনের শনাক্ত হয়। এ সময়ে মারা যান ১০ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৫৫৫ জন। এর মধ্যে নগরে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪২৩ এবং অন্যান্য উপজেলার ১৬ হাজার ১৩২। এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৮১০ জন। এর মধ্যে নগরের ৫১১ এবং বিভিন্ন উপজেলার ২৯৯ জন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার প্রায় ৩১ শতাংশ। গতকাল ছিল ৩৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৮ জনের শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৭৪ ও বিভিন্ন উপজেলার ২৯৪ জন। উপজেলার মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শনাক্ত হয়েছেন হাটহাজারীতে।
আগের দিন ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩ জনের শনাক্ত হয়। এ সময়ে মারা যান ১০ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৫৫৫ জন। এর মধ্যে নগরে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪২৩ এবং অন্যান্য উপজেলার ১৬ হাজার ১৩২। এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৮১০ জন। এর মধ্যে নগরের ৫১১ এবং বিভিন্ন উপজেলার ২৯৯ জন।
গাছে ঝুলিয়ে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। সেই অবস্থাতেই উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করছে। ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করছিল আশপাশের মানুষ। তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি এই কাজে সঙ্গীদের নাম ও সংখ্যা ব
১৩ মিনিট আগেরাজধানী ঢাকার মিরপুরের একটি গির্জায় ১৩ বছর আগে সুব্রত বৈদ্যকে হত্যার দায়ে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ (বিশেষ দায়রা জজ) এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এই রায় ঘোষণা করেন। আদালত রায় বলেছেন, আসামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পার
১৭ মিনিট আগেপাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভূমি মন্ত্রী শামসুর আহমেদ শরীফ ডিলুর মেয়ে মাহজেবীন শিরিন পিয়া শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ মিনিট আগেইবি প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসানকে।
৩৩ মিনিট আগে