সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনে নেমেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী কোটাবিরোধী স্লোগান দিয়ে কুমিরা রেল স্টেশন এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন মহাসড়কও অবরোধ করেন।
তবে প্রশাসন ও শিক্ষকদের অনুরোধে অবরোধকারীরা বেলা দেড়টার দিকে মহাসড়ক ও রেলপথ থেকে সরে পড়েছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট-সংলগ্ন চট্টগ্রামমুখী সড়ক অবরোধ করেন। চট্টগ্রামমুখী সড়ক এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা সোয়া ১১টার দিকে ঢাকামুখি সড়কে অবস্থান নিলে উভয়মুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, কোটাবিরোধী আন্দোলনে নামা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক দখল করে স্লোগান দিচ্ছেন। এ সময় বেশ কয়েকজন উত্তেজিত শিক্ষার্থী মহাসড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, কোটাবিরোধী আন্দোলনে নামা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরুতেই রেলপথ অবরোধ করেন। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন চট্টগ্রামমুখী সড়ক অবরোধ করেন। এতে আটকা পড়ে দূরপাল্লার শত শত যানবাহন। মহাসড়কের চট্টগ্রামমুখী সড়ক অবরোধের ঘণ্টাখানেক পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকামুখী সড়কে অবস্থান নেন। এতে ঢাকামুখী সড়কে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ওসি জানান, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বেলা দেড়টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করলে তাঁরা ঢাকামুখী সড়ক থেকে সরে গেছে। এতে সড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। বেলা দেড়টার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শিক্ষকসহ তাঁরা পুনরায় বুঝিয়ে শান্ত করলে তাঁরা চট্টগ্রামমুখী সড়ক থেকে সরে যান। এরপর ধীরে ধীরে চট্টগ্রামমুখী সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনের কারণে দুটি ট্রেন আটকা পড়ে। ঘটনার দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করলে তাঁরা রেলপথ থেকে সরে যান। এতে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ফের ছেড়ে যায়।’
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কোটাবিরোধী আন্দোলনে নামা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় কিছু উত্তেজিত শিক্ষার্থী মহাসড়কের টায়ার পুড়িয়েও বিক্ষোভের চেষ্টা করেন। ফলে মহাসড়কে দূরপাল্লা শত শত যানবাহন আটকা পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কোটাবিরোধী আন্দোলনে নামা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাদের বুঝিয়ে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের তিন ঘণ্টা পর তাঁরা মহাসড়ক থেকে সরে যান। ফলে চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি আটকে পড়া দূরপাল্লার শত শত যানবাহন তাদের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বিক্ষোভে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনে নেমেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী কোটাবিরোধী স্লোগান দিয়ে কুমিরা রেল স্টেশন এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন মহাসড়কও অবরোধ করেন।
তবে প্রশাসন ও শিক্ষকদের অনুরোধে অবরোধকারীরা বেলা দেড়টার দিকে মহাসড়ক ও রেলপথ থেকে সরে পড়েছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট-সংলগ্ন চট্টগ্রামমুখী সড়ক অবরোধ করেন। চট্টগ্রামমুখী সড়ক এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা সোয়া ১১টার দিকে ঢাকামুখি সড়কে অবস্থান নিলে উভয়মুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, কোটাবিরোধী আন্দোলনে নামা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক দখল করে স্লোগান দিচ্ছেন। এ সময় বেশ কয়েকজন উত্তেজিত শিক্ষার্থী মহাসড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, কোটাবিরোধী আন্দোলনে নামা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরুতেই রেলপথ অবরোধ করেন। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন চট্টগ্রামমুখী সড়ক অবরোধ করেন। এতে আটকা পড়ে দূরপাল্লার শত শত যানবাহন। মহাসড়কের চট্টগ্রামমুখী সড়ক অবরোধের ঘণ্টাখানেক পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকামুখী সড়কে অবস্থান নেন। এতে ঢাকামুখী সড়কে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ওসি জানান, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বেলা দেড়টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করলে তাঁরা ঢাকামুখী সড়ক থেকে সরে গেছে। এতে সড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। বেলা দেড়টার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শিক্ষকসহ তাঁরা পুনরায় বুঝিয়ে শান্ত করলে তাঁরা চট্টগ্রামমুখী সড়ক থেকে সরে যান। এরপর ধীরে ধীরে চট্টগ্রামমুখী সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনের কারণে দুটি ট্রেন আটকা পড়ে। ঘটনার দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করলে তাঁরা রেলপথ থেকে সরে যান। এতে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ফের ছেড়ে যায়।’
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কোটাবিরোধী আন্দোলনে নামা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় কিছু উত্তেজিত শিক্ষার্থী মহাসড়কের টায়ার পুড়িয়েও বিক্ষোভের চেষ্টা করেন। ফলে মহাসড়কে দূরপাল্লা শত শত যানবাহন আটকা পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কোটাবিরোধী আন্দোলনে নামা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাদের বুঝিয়ে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের তিন ঘণ্টা পর তাঁরা মহাসড়ক থেকে সরে যান। ফলে চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি আটকে পড়া দূরপাল্লার শত শত যানবাহন তাদের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বিক্ষোভে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
২ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
৮ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৯ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে