সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মেঘনা নদীতে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি হাঙর। পরে সেটি কেটে বিক্রি করা হয়। শুক্রবার সকালে উপজেলার হরিশপুর ২ নম্বর ঘাটে জেলেরা মাছটি আনার পরপরই স্থানীয় মাছ ব্যবসায়ীরা এটি ৪৫ হাজার টাকায় কিনে নেন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাছটি বিক্রি হয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলার মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। তিনি বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুসারে যেকোনো প্রজাতির হাঙর নিধন নিষিদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আজ সকালে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের হাঙরটি ধরা পড়ে। পরে হাঙরটি কেটে বিক্রি করে দেওয়া হয়। তবে কার জালে ধরা পড়েছে এবং এটি কারা কিনেছেন, তা জানা যায়নি।’
এমদাদুল হক বলেন, ‘এর আগে ৩ জানুয়ারি সন্দ্বীপ চ্যানেলে একটি ২০০ কেজি ওজনের বিশালাকৃতির শাপলাপাতা (শংকর) মাছ ধরা পড়ে। পরে সেটিকে ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এই বিষয়গুলো তদারকির দায়িত্ব বন বিভাগের বন্যপ্রাণী বিভাগের।’
মৎস্য বিভাগে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, হাঙর, শাপলাপাতা মাছ, ডলফিনসহ বিপণ্ণ প্রজাতির প্রাণীদের সংরক্ষণ ও দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বন বিভাগকে। কিন্তু তাদের কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায় না। ফলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। এসব ক্ষেত্রে মৎস্য বিভাগের পক্ষে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘শাপলাপাতা মাছ ও হাঙর ধরা সম্পূর্ণ বেআইনি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।’
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, শাপলাপাতা মাছ ও হাঙর ধরার বিষয়টি তিনি জানতেন না। কারণ, উপকূলীয় অঞ্চলে তাঁদের কোনো কার্যালয় নেই। তবে তাঁদের এসব বিষয়ে সহযোগিতা করার কথা উপকূলীয় বন বিভাগের। তাঁরাও বিষয়টি জানাননি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে জানাবেন।
এ ছাড়া এ ধরনের অপরাধ কর্মকাণ্ড বন্ধ করতে উপজেলা প্রশাসন চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মেঘনা নদীতে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি হাঙর। পরে সেটি কেটে বিক্রি করা হয়। শুক্রবার সকালে উপজেলার হরিশপুর ২ নম্বর ঘাটে জেলেরা মাছটি আনার পরপরই স্থানীয় মাছ ব্যবসায়ীরা এটি ৪৫ হাজার টাকায় কিনে নেন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাছটি বিক্রি হয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলার মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। তিনি বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুসারে যেকোনো প্রজাতির হাঙর নিধন নিষিদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আজ সকালে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের হাঙরটি ধরা পড়ে। পরে হাঙরটি কেটে বিক্রি করে দেওয়া হয়। তবে কার জালে ধরা পড়েছে এবং এটি কারা কিনেছেন, তা জানা যায়নি।’
এমদাদুল হক বলেন, ‘এর আগে ৩ জানুয়ারি সন্দ্বীপ চ্যানেলে একটি ২০০ কেজি ওজনের বিশালাকৃতির শাপলাপাতা (শংকর) মাছ ধরা পড়ে। পরে সেটিকে ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এই বিষয়গুলো তদারকির দায়িত্ব বন বিভাগের বন্যপ্রাণী বিভাগের।’
মৎস্য বিভাগে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, হাঙর, শাপলাপাতা মাছ, ডলফিনসহ বিপণ্ণ প্রজাতির প্রাণীদের সংরক্ষণ ও দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বন বিভাগকে। কিন্তু তাদের কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায় না। ফলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। এসব ক্ষেত্রে মৎস্য বিভাগের পক্ষে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘শাপলাপাতা মাছ ও হাঙর ধরা সম্পূর্ণ বেআইনি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।’
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, শাপলাপাতা মাছ ও হাঙর ধরার বিষয়টি তিনি জানতেন না। কারণ, উপকূলীয় অঞ্চলে তাঁদের কোনো কার্যালয় নেই। তবে তাঁদের এসব বিষয়ে সহযোগিতা করার কথা উপকূলীয় বন বিভাগের। তাঁরাও বিষয়টি জানাননি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে জানাবেন।
এ ছাড়া এ ধরনের অপরাধ কর্মকাণ্ড বন্ধ করতে উপজেলা প্রশাসন চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে