কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে শিক্ষার্থীরা সড়কে নামলে নগরীতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। চান্দিনায় এসিল্যান্ড ও মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ করে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেন।
এর আগে সকালে কুমিল্লা জিলা স্কুলের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতীকী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অপর দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের ধাওয়া দেয়। এ সময় পূবালী চত্বর থেকে সড়ে নগরীর পুলিশ লাইন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
অন্যদিকে সকালে নগরীর রাজগঞ্জ, পূবালী চত্বর, নিউমার্কেট এলাকা, ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়ক, রানীরবাজার সড়কসহ বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। তাঁরা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে নগরীর কান্দিরপাড় এলাকার সব মার্কেট ও দোকানপাট বন্ধ হয়ে যায়। দুপুর পর্যন্ত এ অবস্থা চলে। বর্তমানে নগরজুড়ে থমথম অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে প্রায় ফাঁকা।
বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ ছাড়া কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগরসহ বিভিন্ন এলাকার কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি–এসিল্যান্ড) ও জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় মৎস্য কর্মকর্তারা গাড়িতে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোর্শেদ।
চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা সৌম্য সরকারের গাড়িতে আগুন দেওয়া হয় দুপুরের দিকে। তিনি বলেন, ‘আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে গাড়িতে আগুন দেওয়া হয়। তখন আমরা তাড়াহুড়া করে নেমে রক্ষা পাই। এ সময় গাড়িতে তিন কর্মচারী ছিলেন। অন্য একটি গাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, তিনিও গাড়ি থেকে নেমে পালিয়ে যান।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি জানান, সংঘর্ষের ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলেন— আরফান মজুমদার (১৬), সৌরভ (২৫), মারুফ (১৬), আসিফ (১১), মৃদুল (১২), সুজন (১৩) ও সানি (১৮)। তাঁদের মধ্যে সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে কুমিল্লা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৌরভ চক্রবর্তী নিহত হয়েছে বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে সৌরভকে এখন কুমেক থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) সাইদুর ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব রটানো হচ্ছে। কুমিল্লায় কেউ মারা যায়নি। পুলিশ ছাত্রদের নিরাপত্তা দিয়েছে। ঘটনার সময় পুলিশ লাইনে আটকে পড়া দুই শতাধিক শিক্ষার্থী–অভিভাবককে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে শিক্ষার্থীরা সড়কে নামলে নগরীতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। চান্দিনায় এসিল্যান্ড ও মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ করে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেন।
এর আগে সকালে কুমিল্লা জিলা স্কুলের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতীকী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অপর দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের ধাওয়া দেয়। এ সময় পূবালী চত্বর থেকে সড়ে নগরীর পুলিশ লাইন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
অন্যদিকে সকালে নগরীর রাজগঞ্জ, পূবালী চত্বর, নিউমার্কেট এলাকা, ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়ক, রানীরবাজার সড়কসহ বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। তাঁরা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে নগরীর কান্দিরপাড় এলাকার সব মার্কেট ও দোকানপাট বন্ধ হয়ে যায়। দুপুর পর্যন্ত এ অবস্থা চলে। বর্তমানে নগরজুড়ে থমথম অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে প্রায় ফাঁকা।
বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ ছাড়া কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগরসহ বিভিন্ন এলাকার কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি–এসিল্যান্ড) ও জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় মৎস্য কর্মকর্তারা গাড়িতে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোর্শেদ।
চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা সৌম্য সরকারের গাড়িতে আগুন দেওয়া হয় দুপুরের দিকে। তিনি বলেন, ‘আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে গাড়িতে আগুন দেওয়া হয়। তখন আমরা তাড়াহুড়া করে নেমে রক্ষা পাই। এ সময় গাড়িতে তিন কর্মচারী ছিলেন। অন্য একটি গাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, তিনিও গাড়ি থেকে নেমে পালিয়ে যান।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি জানান, সংঘর্ষের ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলেন— আরফান মজুমদার (১৬), সৌরভ (২৫), মারুফ (১৬), আসিফ (১১), মৃদুল (১২), সুজন (১৩) ও সানি (১৮)। তাঁদের মধ্যে সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে কুমিল্লা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৌরভ চক্রবর্তী নিহত হয়েছে বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে সৌরভকে এখন কুমেক থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) সাইদুর ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব রটানো হচ্ছে। কুমিল্লায় কেউ মারা যায়নি। পুলিশ ছাত্রদের নিরাপত্তা দিয়েছে। ঘটনার সময় পুলিশ লাইনে আটকে পড়া দুই শতাধিক শিক্ষার্থী–অভিভাবককে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে