চাঁদপুরের মেঘনায় জব্দ নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে নষ্ট

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৮: ৫৪

দেশীয় প্রজাতির মাছের রেণু পোনা রক্ষায় চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৪৪ হাজার মিটার চরঘেরা জাল ও ৩২টি চায়না দোয়াইর চাঁই জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ বলেন, গতকাল শনিবার হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধ জাল নির্মূলে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম ধাপে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০টি চায়না দোয়াইর চাঁই ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। দিনের দ্বিতীয় ধাপে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযানে চরভৈরবী এলাকা থেকে ৪৪ হাজার মিটার চরঘেরা জাল ও ২২টি চায়না দোয়াইর চাঁই জব্দ করা হয়। 

জব্দকৃত জাল ও চাঁই হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষার অনুমতি নিয়ে কোস্টগার্ড আউটপোস্টে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত