নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
লেখক আনিসুল হককে ঘিরে অটোগ্রাফ নিতে ব্যস্ত তাসমিনা আহমেদ। চট্টগ্রামের বইমেলায় তাঁর আসার খবর পেয়ে তাসমিনা ছুটে আসেন মিরসরাই উপজেলা থেকে। আরেক লেখক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীনের সাক্ষাৎ পেতে সীতাকুণ্ডের ভাটিয়ারি থেকে এসেছেন মো. তানিম। তাঁর লেখা ‘আত্মহত্যার আত্মকথা’ বইটি কিনে ছবিও তুলেছেন তানিম।
এ ছাড়া লেখক ও সাংবাদিক মোহসীন-উল হাকিমের বই কেনা এবং তাঁকে দেখতে মেলায় আসেন অনেকে। আজ শনিবার আলোচিত এই লেখকদের উপস্থিতিতে চট্টগ্রামের বইমেলা জমজমাট দেখা যায়। প্রিয় লেখকদের সঙ্গে ছবি তুলছেন অনেকে। বই কিনছেন। নিয়েছেন অটোগ্রাফও।
এবারের বইমেলায় আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। এদিকে রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের ‘আত্মহত্যার আত্মকথা’ বইটিও বেশ বিক্রি হচ্ছে বইমেলায়। এ ছাড়া সাংবাদিক মোহসীন-উল হাকিমের ‘সুন্দরবনের জলদস্যুদের জীবনে ফেরার গল্প’ বইটিও ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছেন স্টলমালিক ও পাঠকেরা।
মিরসরাই থেকে আসা পাঠক তাসমিনা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘যে লেখা মানুষের আবেগ নিয়ে খেলে, তিনি-তো সার্থক লেখক। আনিসুল হক স্যারের বিখ্যাত ‘মা’ উপন্যাসটিও পড়েছি। সেটিতে চোখের পানি ধরে রাখা যায় না। এখন ‘কখনো আমার মাকে’ বইটি নিয়েছি। প্রিয় স্যারের অটোগ্রাফ নিয়েছি। দূর থেকে এসে সার্থক হলো।’
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে তাঁর বই সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৪ হাজার মানুষ আত্মহত্যা করেন। এসব আত্মহত্যার কারণ অনুসন্ধানের একটি ক্ষুদ্র প্রয়াস ‘আত্মহত্যার আত্মকথা’। একটি আত্মহত্যার জন্য আমরা, আমাদের পরিবার, আমাদের সমাজ কতটা দায়ী, তা তুলে আনার চেষ্টা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া আত্মহত্যার ঘটনা বর্ণনার মাধ্যমে।’
‘আত্মহত্যার আত্মকথা’–বইটি কেনেন পাঠক মো. তানিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহসীন ভাই কোতোয়ালীতে থাকা অবস্থায় অনেক হেল্প পেয়েছি। তাঁর দ্বিতীয় বই আত্মহত্যার আত্মকথা নিয়ে নিলাম। পাশাপাশি দেখাও করলাম। খুব ভালো লাগল।’
সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প নিয়ে সাংবাদিক মোহসীন-উল হাকিম বলেন, ‘কিস্তির চাপে কিংবা ছোটখাটো মামলার ফেরারি হয়ে অথবা অপহরণের শিকার হওয়ার পর নিজেই ডাকাতদলের সদস্যে পরিণত হওয়া কিশোরটির মতো অজস্র চরিত্রের দেখা মিলবে এই বইয়ে। জানা যাবে অন্তরালের সেই সব হোতাদের কথাও, ডাকাতির অস্ত্র থেকে শুরু করে খাল উজাড় করা বিষের সরবরাহ করে যারা শ্বাসমূলী এই অরণ্যকে তিলে তিলে শ্বাসরুদ্ধ করে হত্যা করছে।’
লেখক আনিসুল হককে ঘিরে অটোগ্রাফ নিতে ব্যস্ত তাসমিনা আহমেদ। চট্টগ্রামের বইমেলায় তাঁর আসার খবর পেয়ে তাসমিনা ছুটে আসেন মিরসরাই উপজেলা থেকে। আরেক লেখক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীনের সাক্ষাৎ পেতে সীতাকুণ্ডের ভাটিয়ারি থেকে এসেছেন মো. তানিম। তাঁর লেখা ‘আত্মহত্যার আত্মকথা’ বইটি কিনে ছবিও তুলেছেন তানিম।
এ ছাড়া লেখক ও সাংবাদিক মোহসীন-উল হাকিমের বই কেনা এবং তাঁকে দেখতে মেলায় আসেন অনেকে। আজ শনিবার আলোচিত এই লেখকদের উপস্থিতিতে চট্টগ্রামের বইমেলা জমজমাট দেখা যায়। প্রিয় লেখকদের সঙ্গে ছবি তুলছেন অনেকে। বই কিনছেন। নিয়েছেন অটোগ্রাফও।
এবারের বইমেলায় আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। এদিকে রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের ‘আত্মহত্যার আত্মকথা’ বইটিও বেশ বিক্রি হচ্ছে বইমেলায়। এ ছাড়া সাংবাদিক মোহসীন-উল হাকিমের ‘সুন্দরবনের জলদস্যুদের জীবনে ফেরার গল্প’ বইটিও ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছেন স্টলমালিক ও পাঠকেরা।
মিরসরাই থেকে আসা পাঠক তাসমিনা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘যে লেখা মানুষের আবেগ নিয়ে খেলে, তিনি-তো সার্থক লেখক। আনিসুল হক স্যারের বিখ্যাত ‘মা’ উপন্যাসটিও পড়েছি। সেটিতে চোখের পানি ধরে রাখা যায় না। এখন ‘কখনো আমার মাকে’ বইটি নিয়েছি। প্রিয় স্যারের অটোগ্রাফ নিয়েছি। দূর থেকে এসে সার্থক হলো।’
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে তাঁর বই সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৪ হাজার মানুষ আত্মহত্যা করেন। এসব আত্মহত্যার কারণ অনুসন্ধানের একটি ক্ষুদ্র প্রয়াস ‘আত্মহত্যার আত্মকথা’। একটি আত্মহত্যার জন্য আমরা, আমাদের পরিবার, আমাদের সমাজ কতটা দায়ী, তা তুলে আনার চেষ্টা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া আত্মহত্যার ঘটনা বর্ণনার মাধ্যমে।’
‘আত্মহত্যার আত্মকথা’–বইটি কেনেন পাঠক মো. তানিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহসীন ভাই কোতোয়ালীতে থাকা অবস্থায় অনেক হেল্প পেয়েছি। তাঁর দ্বিতীয় বই আত্মহত্যার আত্মকথা নিয়ে নিলাম। পাশাপাশি দেখাও করলাম। খুব ভালো লাগল।’
সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প নিয়ে সাংবাদিক মোহসীন-উল হাকিম বলেন, ‘কিস্তির চাপে কিংবা ছোটখাটো মামলার ফেরারি হয়ে অথবা অপহরণের শিকার হওয়ার পর নিজেই ডাকাতদলের সদস্যে পরিণত হওয়া কিশোরটির মতো অজস্র চরিত্রের দেখা মিলবে এই বইয়ে। জানা যাবে অন্তরালের সেই সব হোতাদের কথাও, ডাকাতির অস্ত্র থেকে শুরু করে খাল উজাড় করা বিষের সরবরাহ করে যারা শ্বাসমূলী এই অরণ্যকে তিলে তিলে শ্বাসরুদ্ধ করে হত্যা করছে।’
নগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
৭ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত মেশিনের সাহায্যে রাতে অসাধু ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশে মাছ শিকার করছেন। এতে মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।
৭ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে সরকারি প্রকল্পে বালু ভরাটের নামে নদীতে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু লুটের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে খননযন্ত্রে সাইনবোর্ড টাঙিয়ে অবাধে বালু লুট করছেন।
৮ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে
৮ ঘণ্টা আগে