নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে।
গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান মো. শাহ আলম।
এই বিষয়ে বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে চলতি বছরের প্রথম ফ্লাইট মঙ্গলবার ভোরে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে সৌদি আরবের উদ্দেশে। ৪১৯ হজযাত্রী রয়েছেন এই ফ্লাইটটিতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১১। তাঁদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন হাজি বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস কর্তৃপক্ষ পরিবহন করবে। হাজি পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
এদিকে চট্টগ্রামের হজযাত্রীদের উপহার হিসেবে স্ন্যাক্স বক্স (খাবার) দিয়েছে পিএইচপি ফ্যামিলি।
৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে।
গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান মো. শাহ আলম।
এই বিষয়ে বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে চলতি বছরের প্রথম ফ্লাইট মঙ্গলবার ভোরে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে সৌদি আরবের উদ্দেশে। ৪১৯ হজযাত্রী রয়েছেন এই ফ্লাইটটিতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ২১১। তাঁদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন হাজি বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস কর্তৃপক্ষ পরিবহন করবে। হাজি পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
এদিকে চট্টগ্রামের হজযাত্রীদের উপহার হিসেবে স্ন্যাক্স বক্স (খাবার) দিয়েছে পিএইচপি ফ্যামিলি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১৮ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে