চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থেকে একটি যাত্রীবাহী বাস বান্দরবানের লামার দিকে যাচ্ছিল। পথে চকরিয়া-লামা-আলীকদম সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের ৩২ যাত্রী অল্পের জন্য রক্ষা পেলেও চালক আহত হন।
আজ মঙ্গলবার বেলা ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিট অফিসের কাছে বালুকাটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল থেকে মাতামুহুরী পরিবহনের একটি বাস ৩২ যাত্রী নিয়ে বান্দরবানের লামা উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বাসটি ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিট অফিসের অদূরে বালুকাটা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ৩২ যাত্রী অল্পের জন্য রক্ষা পান।
বাসযাত্রী ব্যবসায়ী ফজলুল আলীম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ সময় বাসের প্রচণ্ড ঝঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। চালক গাড়ির গতি কমিয়ে সড়কের পাশে যাত্রীদের নামিয়ে দেন। এতে চালক সামান্য আহত হলেও যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘লামাগামী যাত্রী একটি বাস আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকের দক্ষতায় যাত্রীদের কোনো হতাহত হয়নি।’
কক্সবাজারের চকরিয়া থেকে একটি যাত্রীবাহী বাস বান্দরবানের লামার দিকে যাচ্ছিল। পথে চকরিয়া-লামা-আলীকদম সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের ৩২ যাত্রী অল্পের জন্য রক্ষা পেলেও চালক আহত হন।
আজ মঙ্গলবার বেলা ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিট অফিসের কাছে বালুকাটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল থেকে মাতামুহুরী পরিবহনের একটি বাস ৩২ যাত্রী নিয়ে বান্দরবানের লামা উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বাসটি ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিট অফিসের অদূরে বালুকাটা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ৩২ যাত্রী অল্পের জন্য রক্ষা পান।
বাসযাত্রী ব্যবসায়ী ফজলুল আলীম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ সময় বাসের প্রচণ্ড ঝঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। চালক গাড়ির গতি কমিয়ে সড়কের পাশে যাত্রীদের নামিয়ে দেন। এতে চালক সামান্য আহত হলেও যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘লামাগামী যাত্রী একটি বাস আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকের দক্ষতায় যাত্রীদের কোনো হতাহত হয়নি।’
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১২ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
১৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
১৮ মিনিট আগে