সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর শপিংমলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রথম দশ রমজান কিছুটা অলস সময় কাটালেও ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ব্যবসায়ীরা ক্রেতা টানতে বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি লটারি-কুপনেরও ব্যবস্থা রেখেছেন।
উপজেলার পৌর শহরের শপিংমলগুলো সাজানো হয়েছে নতুন নতুন সাজে। মানিক মিয়া প্লাজা, রাকিব প্লাজা এসি মার্কেট, হাজী রহিম উল্যাহ মার্কেট, এনায়েত উল্যাহ শপিং কমপ্লেক্স, শাহাজাহান কমপ্লেক্স, আল আমিন মার্কেট, সোনাগাজী নিউ মার্কেট ও পৌর মহিলা মার্কেটে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এখানকার ফুটপাতে বসা ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে।
এ ছাড়া কুঠিরহাট বাজার, তাকিয়া বাজার, কাজীর হাট বাজার, বক্তারমুন্সি বাজার, রিয়াজ উদ্দিন মুন্সির বাজার, কারামতিয়া বাজার, ওলামা বাজার, মনগাজী বাজার, সোনাপুর বাজার ও ভোরবাজারের মার্কেটগুলোও সজ্জিত করা হয়েছে। প্রচারের মাধ্যম হিসেবে রেকর্ডিং করা গান মার্কেটের সামনে সাউন্ড সিস্টেমে বাজানো হচ্ছে। মার্কেটের পাশাপাশি ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানেও ভিড় জমাচ্ছে ক্রেতাসাধারণ।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নজরদারি ও পুলিশি পাহারার ব্যবস্থা করেছে সোনাগাজী মডেল থানা। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা কমিটি রাতে পাহারাদার ও দিনে যানজট নিরসনে কাজ করছে। পৌর শহরে বন্ধনমুক্ত স্কাউটস গ্রুপের অর্ধশতাধিক সদস্যরাও ঈদের পূর্ব মুহূর্তে যানজট নিরসনে বিভিন্ন দলে বিভক্তি হয়ে মাঠে থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেতাসাধারণের সঙ্গে সুন্দর ব্যবহার ও অতিরিক্ত দাম না নেওয়ার জন্য ব্যবসায়ী কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযানও অব্যাহত আছে।
বক্তারমুন্সি বাজারের আয়াত জেন্টস কালেকশনের স্বত্বাধিকারী মীর এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম ১০ থেকে ১২ রমজান অলস সময় কাটালেও এখন পুরোদমে বেচাকেনা চলছে।’
বক্তারমুন্সি বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মোশাররফ হোসেন বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বড় একটি অংশ এখান থেকে ঈদ বাজার করে। এ জন্য ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঈদবাজার করলেই ক্রেতাসাধারণকে কুপন দেওয়া হচ্ছে। তাতে আকর্ষণীয় উপহার রয়েছে।’
ইন্ডিয়ান বুটিকস অ্যান্ড বেবি ওয়ার হাউসের কামরুল হাসান অয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ উপলক্ষে ১০ থেকে ২০% পর্যন্ত ছাড়ে পণ্য বিক্রি করছি। আমার দোকানে ২০ জন লোক কাজ করছে। তারপরও হাঁপিয়ে পড়ছি।’
পৌর শহরের এনায়েত শপিং কমপ্লেক্সের হিমেল ফ্যাশনের কায়সার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টা থেকে ১ টা, দুপুর ২টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাসাধারণের ভিড় থাকে।’
মানিক মিয়া প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার সবচেয়ে বড় মার্কেট প্লেস এটা। আমরা অতীতের মতো এবারও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে কুপন ও র্যাফেল ড্র।’
সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী বিএসসি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ আসলে মানুষের ভিড় বাড়ে। তবে এবার একটু ভিন্ন মানসম্মত ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠায় ক্রেতাসাধারণ নিজ শহরেই কেনাকাটা করছে। এ ছাড়া রাতেও পাহারাদার বাড়ানো হয়েছে।’
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদকে সামনে রেখে যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।’ এ ছাড়া সাদা পোশাকেও বিভিন্ন টিম মাঠে রয়েছে বলেও জানান তিনি।
পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তাদের নিরাপত্তায় রাতে পাহারাদার যেমনি বাড়ানো হয়েছে। ঠিক দিনের বেলায়ও ক্রেতাসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলার একাধিক টিম কাজ করছে। এ ছাড়া কাউন্সিলররাও তদারকি করছে।;
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান ও ঈদকে সামনে রেখে কোনো অসাধুরা যাতে সুযোগ না পায় সে জন্য ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দাম আদায়, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি ও মজুতদারি অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।’
ফেনীর সোনাগাজীর শপিংমলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রথম দশ রমজান কিছুটা অলস সময় কাটালেও ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ব্যবসায়ীরা ক্রেতা টানতে বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি লটারি-কুপনেরও ব্যবস্থা রেখেছেন।
উপজেলার পৌর শহরের শপিংমলগুলো সাজানো হয়েছে নতুন নতুন সাজে। মানিক মিয়া প্লাজা, রাকিব প্লাজা এসি মার্কেট, হাজী রহিম উল্যাহ মার্কেট, এনায়েত উল্যাহ শপিং কমপ্লেক্স, শাহাজাহান কমপ্লেক্স, আল আমিন মার্কেট, সোনাগাজী নিউ মার্কেট ও পৌর মহিলা মার্কেটে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এখানকার ফুটপাতে বসা ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে।
এ ছাড়া কুঠিরহাট বাজার, তাকিয়া বাজার, কাজীর হাট বাজার, বক্তারমুন্সি বাজার, রিয়াজ উদ্দিন মুন্সির বাজার, কারামতিয়া বাজার, ওলামা বাজার, মনগাজী বাজার, সোনাপুর বাজার ও ভোরবাজারের মার্কেটগুলোও সজ্জিত করা হয়েছে। প্রচারের মাধ্যম হিসেবে রেকর্ডিং করা গান মার্কেটের সামনে সাউন্ড সিস্টেমে বাজানো হচ্ছে। মার্কেটের পাশাপাশি ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানেও ভিড় জমাচ্ছে ক্রেতাসাধারণ।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নজরদারি ও পুলিশি পাহারার ব্যবস্থা করেছে সোনাগাজী মডেল থানা। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা কমিটি রাতে পাহারাদার ও দিনে যানজট নিরসনে কাজ করছে। পৌর শহরে বন্ধনমুক্ত স্কাউটস গ্রুপের অর্ধশতাধিক সদস্যরাও ঈদের পূর্ব মুহূর্তে যানজট নিরসনে বিভিন্ন দলে বিভক্তি হয়ে মাঠে থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেতাসাধারণের সঙ্গে সুন্দর ব্যবহার ও অতিরিক্ত দাম না নেওয়ার জন্য ব্যবসায়ী কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযানও অব্যাহত আছে।
বক্তারমুন্সি বাজারের আয়াত জেন্টস কালেকশনের স্বত্বাধিকারী মীর এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম ১০ থেকে ১২ রমজান অলস সময় কাটালেও এখন পুরোদমে বেচাকেনা চলছে।’
বক্তারমুন্সি বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মোশাররফ হোসেন বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বড় একটি অংশ এখান থেকে ঈদ বাজার করে। এ জন্য ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঈদবাজার করলেই ক্রেতাসাধারণকে কুপন দেওয়া হচ্ছে। তাতে আকর্ষণীয় উপহার রয়েছে।’
ইন্ডিয়ান বুটিকস অ্যান্ড বেবি ওয়ার হাউসের কামরুল হাসান অয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ উপলক্ষে ১০ থেকে ২০% পর্যন্ত ছাড়ে পণ্য বিক্রি করছি। আমার দোকানে ২০ জন লোক কাজ করছে। তারপরও হাঁপিয়ে পড়ছি।’
পৌর শহরের এনায়েত শপিং কমপ্লেক্সের হিমেল ফ্যাশনের কায়সার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টা থেকে ১ টা, দুপুর ২টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাসাধারণের ভিড় থাকে।’
মানিক মিয়া প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার সবচেয়ে বড় মার্কেট প্লেস এটা। আমরা অতীতের মতো এবারও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে কুপন ও র্যাফেল ড্র।’
সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী বিএসসি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ আসলে মানুষের ভিড় বাড়ে। তবে এবার একটু ভিন্ন মানসম্মত ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠায় ক্রেতাসাধারণ নিজ শহরেই কেনাকাটা করছে। এ ছাড়া রাতেও পাহারাদার বাড়ানো হয়েছে।’
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদকে সামনে রেখে যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।’ এ ছাড়া সাদা পোশাকেও বিভিন্ন টিম মাঠে রয়েছে বলেও জানান তিনি।
পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তাদের নিরাপত্তায় রাতে পাহারাদার যেমনি বাড়ানো হয়েছে। ঠিক দিনের বেলায়ও ক্রেতাসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলার একাধিক টিম কাজ করছে। এ ছাড়া কাউন্সিলররাও তদারকি করছে।;
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান ও ঈদকে সামনে রেখে কোনো অসাধুরা যাতে সুযোগ না পায় সে জন্য ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দাম আদায়, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি ও মজুতদারি অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে