কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
চলতি সপ্তাহজুড়ে কাপ্তাইসহ পার্বত্য রাঙামাটির বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে কাপ্তাই লেকে পানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। লেকের পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটির মধ্যে চারটি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহ আজ বৃহস্পতিবার জানান, চার ইউনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
এ টি এম আব্দুজ্জাহ বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
জানা গেছে, বৃহস্পতিবার ১ নম্বর ইউনিট থেকে ৪৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানি থাকার কথা ১০৯.০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে (বৃহস্পতিবার, সকাল ৯টা পর্যন্ত) ১০৬.৬৭ ফুট এমএসএল। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের চেয়ে কাপ্তাই হ্রদে এখন প্রায় চার ফুট পানি কম রয়েছে।
পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অব্যাহত ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজান থেকে পানির ধারা নেমে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। যদি পানির লেভেল ১০৭ ফুট এমএসএল অতিক্রম করে, তাহলে এই কেন্দ্রের স্পিল ওয়ের গেট খুলে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে পানি ফেলে দেওয়া হবে।
চলতি সপ্তাহজুড়ে কাপ্তাইসহ পার্বত্য রাঙামাটির বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে কাপ্তাই লেকে পানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। লেকের পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটির মধ্যে চারটি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহ আজ বৃহস্পতিবার জানান, চার ইউনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
এ টি এম আব্দুজ্জাহ বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
জানা গেছে, বৃহস্পতিবার ১ নম্বর ইউনিট থেকে ৪৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানি থাকার কথা ১০৯.০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে (বৃহস্পতিবার, সকাল ৯টা পর্যন্ত) ১০৬.৬৭ ফুট এমএসএল। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের চেয়ে কাপ্তাই হ্রদে এখন প্রায় চার ফুট পানি কম রয়েছে।
পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অব্যাহত ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজান থেকে পানির ধারা নেমে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। যদি পানির লেভেল ১০৭ ফুট এমএসএল অতিক্রম করে, তাহলে এই কেন্দ্রের স্পিল ওয়ের গেট খুলে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে পানি ফেলে দেওয়া হবে।
রাজধানীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান সদস্যের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় মগবাজারে একটি রেস্তোরাঁয় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন মিলনমেলায় স্মৃতিকাতর হোন সাবেক এবং বর্তমান সদস্যরা
৮ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে শহীদদের সুনির্দিষ্ট তালিকা অভ্যুত্থানের চার মাস পরও পূর্ণাঙ্গ হয়নি। আহত অনেকেই পরিপূর্ণ সুচিকিৎসা পাচ্ছেন না। শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনেও ধীর গতি। কিন্তু এই শহীদদের তালিকা, আহতদের চিকিৎসা সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে শহীদদের তাল
৮ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের নিহতরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয় নাই দাবি করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, তারা দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দেয় নাই। তারা প্রাণ দিয়েছে দেশের মানুষের রুটি-রুজি, কর্মসংস্থানসহ মৌলিক অধিকারের জন্য। তারা যদি অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব না পা
৯ ঘণ্টা আগেকারওয়ান বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরাওয়ের মুখে পড়েন ‘এক টাকার খবরের’ সম্পাদক সাংবাদিক মুন্নী সাহা। পরে তাঁকে আটক করে তেজগাঁও থানা-পুলিশ। তাঁকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে