সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দীপে বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সৈকত সংলগ্ন সাগর উপকূল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এর আগে, আজ দুপুর ১২টার দিকে একই স্থান থেকে নবীর হোসেন (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। বাল্কহেড ডুবির ঘটনায় এখনো দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
সন্ধ্যায় উদ্ধার হওয়া মো. মান্নান (২৬) লক্ষ্মীপুর জেলার আলেকজেন্ডার থানার সবুজ এলাকার আইয়ুব আলীর ছেলে। তাঁরা দুজনে চার দিন আগে সন্দ্বীপ চ্যানেলে ডুবে যাওয়া বালুবাহী ওই বাল্কহেডে ছিলেন।
গত ২৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে বালুবাহী বাল্কহেডটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের চার কিলোমিটার এলাকা অতিক্রমকালে বড় ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনের অংশ ডুবে যায়।
এতে নিখোঁজ হন ওই বাল্কহেডে থাকা শ্রমিক মো. মান্নান, আবদুল হান্নান (১৯), সোনা মিয়া (৫৫) ও নবীর হোসেন। এ ঘটনায় চার শ্রমিককে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত মঙ্গলবার রাতে দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনায় বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে নিখোঁজের চার দিন পর চার শ্রমিকের মধ্যে নবীর ও মান্নানের মরদেহ পাওয়া গেল। তবে এখনো দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আরও জানান, উদ্ধার করা দুই শ্রমিকের মধ্যে নবীর হোসেনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে আজ বিকেলে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যায় উদ্ধার করা শ্রমিক মান্নানের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় আনা হয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁর স্বজনদের। আইনগত প্রক্রিয়া শেষে ওই শ্রমিকের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রামের সন্দীপে বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সৈকত সংলগ্ন সাগর উপকূল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এর আগে, আজ দুপুর ১২টার দিকে একই স্থান থেকে নবীর হোসেন (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। বাল্কহেড ডুবির ঘটনায় এখনো দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
সন্ধ্যায় উদ্ধার হওয়া মো. মান্নান (২৬) লক্ষ্মীপুর জেলার আলেকজেন্ডার থানার সবুজ এলাকার আইয়ুব আলীর ছেলে। তাঁরা দুজনে চার দিন আগে সন্দ্বীপ চ্যানেলে ডুবে যাওয়া বালুবাহী ওই বাল্কহেডে ছিলেন।
গত ২৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে বালুবাহী বাল্কহেডটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের চার কিলোমিটার এলাকা অতিক্রমকালে বড় ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনের অংশ ডুবে যায়।
এতে নিখোঁজ হন ওই বাল্কহেডে থাকা শ্রমিক মো. মান্নান, আবদুল হান্নান (১৯), সোনা মিয়া (৫৫) ও নবীর হোসেন। এ ঘটনায় চার শ্রমিককে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত মঙ্গলবার রাতে দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনায় বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে নিখোঁজের চার দিন পর চার শ্রমিকের মধ্যে নবীর ও মান্নানের মরদেহ পাওয়া গেল। তবে এখনো দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আরও জানান, উদ্ধার করা দুই শ্রমিকের মধ্যে নবীর হোসেনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে আজ বিকেলে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যায় উদ্ধার করা শ্রমিক মান্নানের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় আনা হয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁর স্বজনদের। আইনগত প্রক্রিয়া শেষে ওই শ্রমিকের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৭ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
২৩ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
২৯ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে