সাপ্তাহিক ছুটিতে সরগরম কাপ্তাইয়ের বিনোদনকেন্দ্রগুলো

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 
প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০৯: ২০

প্রাণ ফিরে পেয়েছে কাপ্তাইয়ের পর্যটন শিল্প। দীর্ঘ সাড়ে ৪ মাস পর গত ১৯ আগস্ট দেশের অন্যান্য স্থানের মতো কাপ্তাইয়ের সব বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। খোলার শুরুতে পর্যটক কিছুটা কম ছিল। কিন্তু গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। 

গতকাল বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের শিলছড়ি প্রশান্তি পার্ক, বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, কাপ্তাই নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ পিকনিক স্পটে গিয়ে দেখা যায়, রাঙামাটি জেলাসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে এসেছে। আবার কেউ কেউ ইঞ্জিন চালিত বোট নিয়ে কাপ্তাই লেক ভ্রমণ করছেন। 

শিলছড়ি প্রশান্তি পার্কে ঘুরতে আসা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার শাকিল-ইয়াসমিন দম্পতি বলেন, দীর্ঘ লকডাউনে ছেলেমেয়েরা ঘরে বসে থেকে অনেক মনমরা হয়ে গিয়েছিল। তাই তাদের মনটাকে একটু প্রশান্তি দিতে আজকে এই পার্কে এসেছি। 
 
ওয়াগ্গা বিজিবি পরিচালিত জুম রেস্তোরাঁয় ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নেই কোন আড্ডা। তাই দল বেঁধে এইখানে ঘুরতে আসলাম। কর্ণফুলীর নদীর তীরে বসে মনটাকে একটু হালকা করলাম। 

কাপ্তাই প্রশান্তি পার্কের ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিনে এইখানে প্রচুর পর্যটক এসেছে। তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক না পড়া কোন পর্যটককে পার্কে প্রবেশ করতে দিচ্ছি না। 

কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, পর্যটন শহর হিসেবে খ্যাত রূপসী কাপ্তাইয়ে সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর পর্যটক আসে। কাপ্তাইয়ের প্রবেশ মুখ রেশম বাগান পুলিশ চেকপোস্ট এলাকায় সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন এবং বিনোদনকেন্দ্রের আশপাশে আমাদের নিয়মিত পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। সকল পর্যটকেরা সরকারি নির্দেশনা মেনে যাতে বিনোদনকেন্দ্রে যায় সে জন্য তাঁদের পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত