লবণ লুটের প্রতিবাদ করায় কৃষকদের ২ দফায় মারধর

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের এরশাদ আলী ওয়াকফ এস্টেটের জমিতে উৎপাদিত লবণ লুটের প্রতিকার চাওয়ায় কৃষকদের ওপর ২ দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ৬ জন কৃষক আহত হয়েছেন। আজ শনিবার সকালে ও গতকাল শুক্রবার দুপুরে রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-একই এলাকার লবণচাষি ফরিদ উদ্দিন (৫০), আব্দুল কুদ্দুস (৪০), তাঁর ছেলে মো. নোমান (১৫), লবণচাষি মো. আজম (২৮), সিকদার (২২) ও বদিউল আলম (৪০)। আহতদের মধ্যে মো. আজমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পুরো শরীর থেঁতলে দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী কৃষক ফরিদ উদ্দিনের মাঠ থেকে আড়াই শত মণ লবণ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর প্রতিবাদ জানালে শুক্রবার দুপুরে লবণচাষি ফরিদ উদ্দিন, আব্দুল কুদ্দুস ও তাঁর ছেলে মো. নোমানকে মারধর করা হয়। প্রতিবন্ধী কৃষক ফরিদ একই এলাকার গোলাম শরীফের ছেলে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন কৃষক ফরিদ। এর জেরে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ফরিদের প্রতিবেশী কৃষক মো. আজম, সিকদার ও বদিউল আলমকে তাঁদের বাড়ি গিয়ে মারধর করে। 

ভুক্তভোগী ফরিদ উদ্দিন বলেন, ‘এরশাদ আলী ওয়াকফ এস্টেটের ইজারাদার নুরুল আবছারের কাছ থেকে বর্গা নিয়ে আমি লবণ চাষ করছি। ২ মাস চাষ করে বিক্রির জন্য লবণগুলো জমিয়ে রেখেছিলাম। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এসে আমার জমানো সব লবণ লুট করে নিয়ে যায়। এর প্রতিকার চাইলে সন্ত্রাসীরা আমাকে মারধর করেছে। আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিয়েছে।’ 

জমির ইজারাদার পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার বলেন, ‘এরশাদ আলী ওয়াকফ স্টেটের মোতওয়াল্লি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমি ও নবী হোসেন ৫৪ একর লবণ মাঠ ইজারা নিয়েছি। এসব লবণ মাঠে চাষা দিয়েছি। কিন্তু চাষিরা মাঠে উৎপাদিত লবণ বিক্রি করতে পারছে না। যুবলীগ নেতা আনসারুল ইসলাম টিপুর নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী বাহিনী চাষিদের উৎপাদিত লবণ বিক্রি করতে বাধা দিচ্ছে। রাতে লবণ লুট করে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে কৃষকদের মারধর করা হচ্ছে।’ 

কৃষকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা আনসারুল ইসলাম টিপু বলেন, ‘এস্টেটের মোতওয়াল্লীর কাছ থেকে আমি এসব জমি ইজারা নিয়েছি। এসব জমিতে উৎপাদিত লবণ আমাকেই বিক্রি করতে হবে। এটাই নিয়ম। আমার ইজারা নেওয়া জমিতে উৎপাদিত লবণ কৃষকেরা আমাকে বিক্রি করতে চাইছে না বলে তাদের সঙ্গে কিছুটা বাদানুবাদ হয়েছে। কাউকে মারধর করা হয়নি।’ 

এ ব্যাপারে এরশাদ আলী ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত