চট্টগ্রামে বিএনপির দুই নেতা বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২০: ১৫

দুই নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম নগর বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ শনিবার তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী এবং পাঁচলাইশ থানা বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টু। 

এ বিষয়ে নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানান, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে উল্লিখিত দুজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

এ বিষয়ে নাজিমুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। 

তথ্য মতে, ১৭ অক্টোবর পাহাড়তলীর মোহাম্মদ ট্রেডিং নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে যাওয়ার অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা হয়। সত্যতা যাচাইয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ওদিন রাত ১০টার দিকে অভিযুক্ত বিএনপি নেতা মামুন আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। আর বিএনপি নেতা হাফিজ উদ্দিনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত