রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল টানা দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রোববার মধ্যরাতে। আগামীকাল সোমবার ভোর থেকে মেঘনায় মাছ শিকারে নেমেছেন লক্ষ্মীপুরের রায়পুরের জেলেরা। বর্তমানে জেলেপাড়াগুলোতে চলছে সাজ সাজ অবস্থা। নব উদ্যমে নদীতে নামতে মেঘনা পারের জেলেরা প্রস্তুতি শেষ করেছেন।
উপজেলার জালিয়ার চর, চরবংশী, চর কাছিয়া, চর ইন্দুরিয়া, টুনুরচর ও মাছঘাট এলাকাগুলো ঘুরে দেখা গেছে, জেলেরা বাড়ি থেকে নদীর পারে জাল ও অন্য সরঞ্জাম এনে স্তূপ করে রেখেছেন। কেউ কেউ ছেঁড়া জাল মেরামত করছেন। আবার অনেকেই তাঁদের নৌকা ঘষে-মেজে পরিষ্কার করছেন। প্রথম দিন নদীতে নেমে খুশি জেলেরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুরে কার্ডধারী বা নিবন্ধিত জেলের সংখ্যা ৭ হাজার ৬৯৮ জন। এঁদের মধ্যে নদীর ওপর নির্ভরশীলদের মধ্যে রয়েছেন ৬ হাজার ৮৫০ জন। সাগরের জেলে রয়েছেন ২২০ জন। ৫ হাজার ৮০০ জন জেলে মাসে ৪০ কেজি করে ৪ মাস চাল পেয়েছেন। কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় ১ হাজার ৮৯৮ জন জেলে এ সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, গত দুই মাসে ১১৫টি অভিযান পরিচালনা করা হয়। জরিমানা আদায় করা হয় ২ লাখ ১৬ হাজার টাকা। ৪৩টি মামলায় ৪৩ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ২৫টি নৌকা জব্দ করা হয়েছে। ইতিমধ্যে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়। ৫ টন জাটকা জব্দ করে এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।
জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল টানা দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রোববার মধ্যরাতে। আগামীকাল সোমবার ভোর থেকে মেঘনায় মাছ শিকারে নেমেছেন লক্ষ্মীপুরের রায়পুরের জেলেরা। বর্তমানে জেলেপাড়াগুলোতে চলছে সাজ সাজ অবস্থা। নব উদ্যমে নদীতে নামতে মেঘনা পারের জেলেরা প্রস্তুতি শেষ করেছেন।
উপজেলার জালিয়ার চর, চরবংশী, চর কাছিয়া, চর ইন্দুরিয়া, টুনুরচর ও মাছঘাট এলাকাগুলো ঘুরে দেখা গেছে, জেলেরা বাড়ি থেকে নদীর পারে জাল ও অন্য সরঞ্জাম এনে স্তূপ করে রেখেছেন। কেউ কেউ ছেঁড়া জাল মেরামত করছেন। আবার অনেকেই তাঁদের নৌকা ঘষে-মেজে পরিষ্কার করছেন। প্রথম দিন নদীতে নেমে খুশি জেলেরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুরে কার্ডধারী বা নিবন্ধিত জেলের সংখ্যা ৭ হাজার ৬৯৮ জন। এঁদের মধ্যে নদীর ওপর নির্ভরশীলদের মধ্যে রয়েছেন ৬ হাজার ৮৫০ জন। সাগরের জেলে রয়েছেন ২২০ জন। ৫ হাজার ৮০০ জন জেলে মাসে ৪০ কেজি করে ৪ মাস চাল পেয়েছেন। কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় ১ হাজার ৮৯৮ জন জেলে এ সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, গত দুই মাসে ১১৫টি অভিযান পরিচালনা করা হয়। জরিমানা আদায় করা হয় ২ লাখ ১৬ হাজার টাকা। ৪৩টি মামলায় ৪৩ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ২৫টি নৌকা জব্দ করা হয়েছে। ইতিমধ্যে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়। ৫ টন জাটকা জব্দ করে এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে