রাঙামাটি প্রতিনিধি
আগামী ১ মে থেকে তিন মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন ও বাজারজাত নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা দেন। একই সঙ্গে জানানো হয়, হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়লে নিষেধাজ্ঞার এ সময় কম-বেশিও হতে পারে।
বৈঠকে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি মৎস্য করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশসহ নৌপুলিশ, বিজিবি, মৎস্য ব্যবসায়ীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার ও আহরণ, বাজারজাতকরণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাস নৌপুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা দেবে এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করবে। এ ছাড়া কাপ্তাই হ্রদের জাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে নির্দেশনা প্রদান করা হয়।
এই নিষেধাজ্ঞা চলার সময় নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে বলে জানানো হয় বৈঠকে। এতে জানানো হয়, কাপ্তাই হ্রদের সঙ্গে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সঠিক সময়ে করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
আগামী ১ মে থেকে তিন মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন ও বাজারজাত নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা দেন। একই সঙ্গে জানানো হয়, হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়লে নিষেধাজ্ঞার এ সময় কম-বেশিও হতে পারে।
বৈঠকে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি মৎস্য করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশসহ নৌপুলিশ, বিজিবি, মৎস্য ব্যবসায়ীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার ও আহরণ, বাজারজাতকরণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাস নৌপুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা দেবে এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করবে। এ ছাড়া কাপ্তাই হ্রদের জাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে নির্দেশনা প্রদান করা হয়।
এই নিষেধাজ্ঞা চলার সময় নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে বলে জানানো হয় বৈঠকে। এতে জানানো হয়, কাপ্তাই হ্রদের সঙ্গে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সঠিক সময়ে করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে