উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে কথিত উগ্রপন্থী সংগঠন আরসার এক কমান্ডারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।
আটক সৈয়দুল আমিন (২৬) উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) প্রশিক্ষিত অস্ত্রধারী সদস্য সৈয়দুল আমিন ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সংগঠনটির জিম্মাদার বা প্রধানের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে এপিবিএন।
রোববার (১৭ জুলাই) রাত ৯টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক।
নাঈমুল হক বলেন, ‘রোববার ভোরে ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে সৈয়দ আমিনের অবস্থান শনাক্ত করে সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি আভিযানিক দল। এ সময় সৈয়দ আমিনকে আটক করা হলে স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর আবাসস্থলে টিনের ট্রাঙ্কে রাখা একটি দেশে তৈরি এলজি (হালকা আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়।’
১৪ এপিবিএন অধিনায়ক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ আমিন জানিয়েছেন, মায়ানমারের গহীন অরণ্যে আরসার সমরাস্ত্র শাখার তত্ত্বাবধানে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসে পরিবারের সঙ্গে মিলিত হন।
৭ নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্লক মাঝি বলেন, ‘এফ ব্লকে সৈয়দ আমিনের স্ত্রী-সন্তানেরা থাকে। তিনি নিয়মিত মিয়ানমারে আসা-যাওয়া করেন এবং আরসার প্রথম সারির সদস্য।’
সৈয়দুল আমিনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে কথিত উগ্রপন্থী সংগঠন আরসার এক কমান্ডারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।
আটক সৈয়দুল আমিন (২৬) উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) প্রশিক্ষিত অস্ত্রধারী সদস্য সৈয়দুল আমিন ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সংগঠনটির জিম্মাদার বা প্রধানের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে এপিবিএন।
রোববার (১৭ জুলাই) রাত ৯টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক।
নাঈমুল হক বলেন, ‘রোববার ভোরে ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে সৈয়দ আমিনের অবস্থান শনাক্ত করে সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি আভিযানিক দল। এ সময় সৈয়দ আমিনকে আটক করা হলে স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর আবাসস্থলে টিনের ট্রাঙ্কে রাখা একটি দেশে তৈরি এলজি (হালকা আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়।’
১৪ এপিবিএন অধিনায়ক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ আমিন জানিয়েছেন, মায়ানমারের গহীন অরণ্যে আরসার সমরাস্ত্র শাখার তত্ত্বাবধানে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসে পরিবারের সঙ্গে মিলিত হন।
৭ নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্লক মাঝি বলেন, ‘এফ ব্লকে সৈয়দ আমিনের স্ত্রী-সন্তানেরা থাকে। তিনি নিয়মিত মিয়ানমারে আসা-যাওয়া করেন এবং আরসার প্রথম সারির সদস্য।’
সৈয়দুল আমিনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে