বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বেড়েছে বহিরাগতদের আগমন। ফলে আগামীকাল মঙ্গলবার ভোটের দিন সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, লামার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন ভিন্ন তিনটি উপজেলার সঙ্গে যুক্ত থাকায় নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত ব্যক্তিদের আসা-যাওয়া বেড়ে গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং প্রার্থীদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও বহিরাগতদের কাজে লাগিয়ে পরিস্থিতি অশান্ত করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ফাঁসিয়াখালীতে বহিরাগত ব্যক্তিদের দিয়ে হামলা চালিয়ে তিনজনকে আহত করার খবর পাওয়া গেছে।
নাম প্রকাশ না করে আজিজনগর, ফাইতং ও সরই ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়নগুলো লোহাগাড়া এবং চকরিয়া উপজেলার পাশে হওয়ায় সেখান থেকে অনেকে আসছেন। তাঁদের অনেকে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তাঁদের দিয়ে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। ফলে কেন্দ্রে স্বাভাবিক পরিবেশ থাকবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া রূপসীপাড়া ইউনিয়ন আলীকদম উপজেলার পাশে হওয়ায় সেখান থেকেও বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করে ভোটে প্রভাব ফেলতে পারে বলে জানান এলাকাবাসী।
সরই ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার লোক আসছেন, এর মধ্যে রোহিঙ্গারাও আছেন, যা এলাকার জন্য বিপজ্জনক।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বহিরাগতদের চলে যেতে সব ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে স্থানীয় সচিবদের মাধ্যমে মাইকিং করা হচ্ছে। যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আগামীকাল (মঙ্গলবার) ভোটের দিনে বহিরাগত কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বেড়েছে বহিরাগতদের আগমন। ফলে আগামীকাল মঙ্গলবার ভোটের দিন সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, লামার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন ভিন্ন তিনটি উপজেলার সঙ্গে যুক্ত থাকায় নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত ব্যক্তিদের আসা-যাওয়া বেড়ে গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং প্রার্থীদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও বহিরাগতদের কাজে লাগিয়ে পরিস্থিতি অশান্ত করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ফাঁসিয়াখালীতে বহিরাগত ব্যক্তিদের দিয়ে হামলা চালিয়ে তিনজনকে আহত করার খবর পাওয়া গেছে।
নাম প্রকাশ না করে আজিজনগর, ফাইতং ও সরই ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়নগুলো লোহাগাড়া এবং চকরিয়া উপজেলার পাশে হওয়ায় সেখান থেকে অনেকে আসছেন। তাঁদের অনেকে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তাঁদের দিয়ে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। ফলে কেন্দ্রে স্বাভাবিক পরিবেশ থাকবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া রূপসীপাড়া ইউনিয়ন আলীকদম উপজেলার পাশে হওয়ায় সেখান থেকেও বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করে ভোটে প্রভাব ফেলতে পারে বলে জানান এলাকাবাসী।
সরই ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার লোক আসছেন, এর মধ্যে রোহিঙ্গারাও আছেন, যা এলাকার জন্য বিপজ্জনক।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বহিরাগতদের চলে যেতে সব ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে স্থানীয় সচিবদের মাধ্যমে মাইকিং করা হচ্ছে। যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আগামীকাল (মঙ্গলবার) ভোটের দিনে বহিরাগত কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৭ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩১ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৩৪ মিনিট আগে