লক্ষ্মীপুর প্রতিনিধি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এর আগে রাত ৮টার দিকে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সযোগে হিমুর মৃতদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটাসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। আত্মীয়স্বজন মৃতদেহ একনজর দেখার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মৃতদেহ জানাজার স্থানে নিয়ে আসা হয়। পরে বাদ এশা জানাজার নামাজ পড়ান ওই মসজিদের ইমাম।
হোমায়ারা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু জানান, লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী জামে মসজিদের সামনে রাত সোয়া ৮টার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এটি তাঁর নানার এলাকা। তাঁর দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতেন তিনি।
মা শামীম আরা চৌধুরীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে। হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর বাবা প্রকৌশলী সানা উল্লাহ দুমাস আগে মারা যান। তাঁর মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হিমু যখন ছোট ছিলেন, তখন মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়।
অভিনেত্রী হোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এর আগে রাত ৮টার দিকে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সযোগে হিমুর মৃতদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটাসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। আত্মীয়স্বজন মৃতদেহ একনজর দেখার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মৃতদেহ জানাজার স্থানে নিয়ে আসা হয়। পরে বাদ এশা জানাজার নামাজ পড়ান ওই মসজিদের ইমাম।
হোমায়ারা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু জানান, লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী জামে মসজিদের সামনে রাত সোয়া ৮টার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এটি তাঁর নানার এলাকা। তাঁর দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতেন তিনি।
মা শামীম আরা চৌধুরীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে। হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর বাবা প্রকৌশলী সানা উল্লাহ দুমাস আগে মারা যান। তাঁর মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হিমু যখন ছোট ছিলেন, তখন মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়।
অভিনেত্রী হোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির লুট হওয়া ৩১ ডালের বস্তার মধ্যে ২৯টি উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠ থেকে পুলিশ সেগুলো উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ থেকে লুটের এ ঘটনা ঘটে...
১৩ মিনিট আগেঝিনাইদহ বাস টার্মিনাল থেকে যশোরের চাঁচড়ার দূরত্ব ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার। এ মহাসড়ক ধরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মালবাহী ও যাত্রীবাহী যানবাহন বেনাপোল ও দর্শনা স্থলবন্দর, মোংলা সমুদ্রবন্দরসহ দক্ষিণের জেলায় যাতায়াত করে। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়কপথও এটি। অথচ মহাসড়ক
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
১০ ঘণ্টা আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
১১ ঘণ্টা আগে