Ajker Patrika

সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দগ্ধ হয়ে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ মে ২০২৩, ১৯: ১৪
সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দগ্ধ হয়ে রিকশাচালকের মৃত্যু

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীতে সড়কে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে দগ্ধ হয়ে মো. জাহেদুল নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার অক্সিজেন মোড়ের একটি খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে ওই রিকশাচালকের শরীরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রিকশাচালক মো. জাহেদুল (২৫) লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার মাহাতাব আলীর ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশা নিয়ে নগরীর অক্সিজেন মোড় অতিক্রম করছিলেন জাহেদ। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর শরীরে পড়ে। ছিঁড়ে পড়া তারটিতে আগুন ধরলে ওই রিকশাচালকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ঘটনার সময় রিকশায় কোনো যাত্রী ছিল না।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ১০টায় জাহেদুলকে চমেক হাসপাতালে আনেন। পরে চিকিৎসক তাঁকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তিনি মারা যান। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মধ্যে থাকা রিকশাটির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। তারটিতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। রিকশাচালক উপুড় হয়ে সড়কে পড়ে আছেন। পরে স্থানীয় একজন অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভান। এ সময় ঘটনাস্থলে লোকজন ভিড় করেন। 

এদিকে রিকশাচালকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মচারী-কর্মকর্তাদের অবহেলার কারণে রিকশাচালকের মৃত্যুর কারণকে হত্যাকাণ্ড বলে অবহিত করেন। তিনি এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত